• কালীপুজোর পরই জাঁকিয়ে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
    আজ তক | ৩০ অক্টোবর ২০২৪
  • আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর রাতে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে কালীপুজোর আনন্দ কিছুটা হলেও ম্লান হতে পারে। তবে শীতের অপেক্ষায় থাকা বঙ্গবাসীর জন্য সুখবর এই যে, পুজোর পর রাজ্যের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবহাওয়া শুকনো হতে শুরু করবে, এবং ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা: আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং হাওড়া জেলায় কালীপুজোর দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভাইফোঁটার দিন বৃষ্টির কোনো আশঙ্কা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় সপ্তাহ জুড়ে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    শীতের আগমনের অপেক্ষায় রাজ্য: দুর্গা পুজোর পর থেকেই রাজ্যের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে, শীত কবে থেকে জাঁকিয়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়। আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, নভেম্বরের শুরু থেকেই আর্দ্রতা কমতে থাকবে এবং আবহাওয়া ক্রমশ শুকনো হতে থাকবে। শীতল বাতাস বইতে শুরু করলে শীতের অনুভূতি শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

    তাপমাত্রা কমার সম্ভাবনা: নভেম্বরের শুরু থেকেই তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে। তবে, নভেম্বরের প্রথম সপ্তাহে শীতের অনুভূতি আসবে এমন সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়া শুষ্ক থাকার ফলে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে এবং দিনের বেলায়ও হালকা ঠান্ডা অনুভূত হতে পারে। বৃষ্টি না থাকায় শীত আসতে কিছুটা বিলম্ব হলেও রাজ্যজুড়ে শীতের আমেজ লক্ষ্য করা যাবে। বঙ্গবাসী তাই আপাতত অপেক্ষায়, কবে থেকে প্রকৃত শীতের আগমন ঘটবে রাজ্যে।

     
  • Link to this news (আজ তক)