'ভোটের বাক্সে বাঙালি-অবাঙালি বিভাজন আমার লাগে', কেন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
আজ তক | ৩০ অক্টোবর ২০২৪
নিজের নির্বাচনী কেন্দ্রে কালীপুজোর উদ্বোধনে গিয়ে ভোট না-পাওয়া নিয়ে অসন্তোষ স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, লোকসভা ভোটে যে বুথে ৯০০ ভোট, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে একটা! এটা কেন হবে? সেই সঙ্গেই কোনও দলের নাম না-করে তিনি বলেন, ‘‘আমার খারাপ লাগে, যখন ভোটের বাক্সে কেউ কেউ বাঙালি-অবাঙালি (বিভাজন) করে।’’ এবার কালীপুজোর উদ্বোধনে গিয়ে বারবার সম্প্রীতির বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উস্কে দিয়েছেন বাঙালি-অবাঙলি ভোট।
কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ,সমস্ত সম্প্রদায় মিলেমিশে কাজ করবে। বাংলাটা এমনই। সমালোচকরা সমালোচনা করবেই। এটাই কাজ। তবে কে কী বলল তাতে আমাদের যায় আসে না। ফোস্কা পড়ে না। আমি এটুকু বিশ্বাস করি এখানে থাকার অধিকার সকলের আছে। তবে কেউ-কেউ বাংলার বদনাম করছেন। বাংলায় যাঁরা থাকবেন বাংলাকে নিজের ভাবুন। কেউ-কেউ ভোট বাক্সে বাঙালী-অবাঙালী করে দেয়।”
মধ্য এবং দক্ষিণ কলকাতায় একাধিক পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের অন্তর্গত শেক্সপিয়র সরণির একটি পুজোর মণ্ডপে তিনি ভোটের প্রসঙ্গ তোলেন। পুরসভা ও বিধানসভা ভোটে জিতলেও এখানে লোকসভা ভোটে তৃণমূলের খারাপ ফলের প্রসঙ্গ টেনে মমতা বলেন, ‘‘বিধানসভায় আপনারা আমাকে সমর্থন দিয়েছেন। কে, কোন বুথে কত ভোট পেয়েছে, সব আমার হাতে আছে। বুথে ৯০০ থাকলে, আমরা একটা পেয়েছি! এতে কোথাও নিজেদের মধ্যে সদ্ভাব নষ্ট হয়ে যায়।’’ এই মন্তব্যে তাঁর যুক্তি, ‘‘বাংলায় থাকুন, বাংলাকে ভালবেসে। এখানে কেউ প্রশ্ন করবে না যে, আপনি কোন জাত, কোন ধর্মের, কী খাবেন।’’
প্রসঙ্গত, একাধিকবার দেখা গিয়েছে, অবাঙলি ভোটে বিজেপি-র আধিপত্য অব্যাহত। তাই কি পুজো উদ্বোধনে এসে এই নিয়ে ক্ষোভ মুখ্যমন্ত্রীর গলায়? অবাঙালি ভোট নিয়ে চিন্তিত মমতা বন্দ্যোপাধ্যায়? নির্বাচনের আগে বিভাজনের রাজনীতির অভিযোগ তাঁর গলায়। পরিসংখ্যান বলছে, অবাঙালি ভোট ব্যাঙ্করে বিজেপির আধিপত্য এখনও রয়েছে।
রাজনৈতিক মহল মনে করছে, মমতা তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে অবাঙালিদের কাছে তৃণমূলকে সমর্থন ও সহযোগিতা করার বার্তা পৌঁছে দিলেন। লক্ষণীয় বিষয় হল, এবারের লোকসভা ভোটের ফলাফল বলছে, শহরাঞ্চলে তৃণমূল কম ভোট পেয়েছে। বিশেষ করে অবাঙালি সম্প্রদায়ের মানুষজন লোকসভা ভোটে বিজেপির প্রতি সমর্থন দেখিয়েছেন। যে প্রেক্ষাপটেই মমতা আহ্বান, বাংলায় কোনও ভেদাভেদ নেই। দয়া করে ভুল বুঝবেন না। বাংলাকে নিজের চোখে দেখুন।