• দত্তপুকুরে পেট্রলিয়াম পরিশোধনের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ১, জখম ৩
    বর্তমান | ৩০ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: পেট্রলিয়াম পরিশোধন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। আজ, বুধবার দুপুরে কারখানাটিতে কাজ চলার সময়ে আচমকাই বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত কদম্বগাছি পঞ্চায়েতের চণ্ডীগড়ী এলাকায় অবস্থিত কারখানাটি। এই ঘটনার জেরে মৃত্যু হয়েছে একজনের। পাশাপাশি গুরুতর জখম আরও তিনজন। পুলিস জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ বসু। জখম হয়ে হাসপাতালে ভর্তি জয়দেব কর্মকার, শের আলি ও কুলদীপ সিং। তাঁদের বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে কুলদীপের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর ১টা নাগাদ ওই কারখানাটিতে কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিস্ফোরণ হয়। কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা দৌড়ে গিয়ে ওই কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলের কর্মীদের। কারখানার ভিতরে থাকা দুটি বড় বড় ট্যাঙ্কারে দাউদাউ আগুন করে জ্বলতে শুরু করে। কারখানা সূত্রে জানা গিয়েছে, ওই দুটি ট্যাঙ্কারে ২০ হাজার লিটারের বেশি পেট্রল মজুত রয়েছে। তবে কীভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটল তা বুঝে উঠতে পারছেন না দমকল বা পুলিসের কেউই। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দমকল বিভাগের উত্তর ২৪ পরগনা জেলার আধিকারিক সরোজ কুমার বাগ জানিয়েছেন, কী কারণে আগুন লাগল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।
  • Link to this news (বর্তমান)