ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয়রাও। দমকল সূত্রে জানা যায়, ওই তেলের কারখানায় এখনও পর্যন্ত আটকে রয়েছেন বেশ কিছুজন। দাহ্য রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণ পেতে বেশ বেগ পেতে হচ্ছে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে দমকলের তরফ থেকে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক 'ফোম'। চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত এলাকায়। যদিও কী ভাবে আগুন লাগল এবং ঠিক কত জন জখম হয়েছেন, তা এখনও জানা যায়নি।
গতকাল রাতে ১১টা নাগাদ রিষড়ার ৯ নম্বর ওয়ার্ড টিসি মুখার্জি স্ট্রিট কুন্ডু কলোনিতে মধুসূদন দত্তের বাড়ির তিনতলার চিলেকোঠার ঘরে আগুন লাগে। তুবড়ির মশলা তৈরির সময় মিক্সার বার্স্ট করে আগুন! বাজিতে আগুন ছড়িয়ে পরে গুরুতর জখম বাবা ছেলে। ভস্মীভূত ঘরের সব জিনিস। রিষড়ার ঘটনা। আহত বাবা ও ছেলেকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি নয়ডাতেও মাঝরাতে ভয়ঙ্কর অগ্নিকান্ড ঘটে নয়ডায়। পুড়ে ছাই হয়ে যায় সম্পূর্ণ ব্যাঙ্কোয়েট হল। এই ঘটনায় একজন ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।