পুলিস সুত্রে খবর, গতকাল মঙ্গলবার রাতে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসের নিচে দিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। সেখানে বসেই তখন মদ্যপান করছিলেন বেশ কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তারা ওই মহিলাকে কল্যাণী রেল ব্রিজে নিচে যায় এবং গণধর্ষণ করে। এরপর নির্যাতিতার চিত্কার শুনে যখন আশেপাশের লোকজন ছুটে আসেন, তখন চম্পট দেয় দুষ্কৃতীরা।
আজ, বুধবার সকালে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ও তাঁর পরিবারে লোকেরা। দ্রুত তদন্তে নামে পুলিস। কাঁচড়াপাড়া থেকে গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে। তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় আরও চারজনকে। ধৃতদের এদিন আদালতে পেশ করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে।
এদিকে গণধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার ঘটনাস্থলে পৌঁছয় ফরেনসিক টিম। তথ্য়-প্রমাণ সংগ্রহ করছেন তাঁরা। সবদিক খতিয়ে দেখছে পুলিস। এর আগে, কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিত্সককে ধর্ষণ ও খুনের ঘটনার তোলপাড় হয় রাজ্য। দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে এখনও।তারমধ্যে এবার গণধর্ষণের অভিযোগে উত্তাল হল নদিয়ার কল্যাণী।