• আসানসোল পুরনিগমের অ্যাকাউন্ট সাফ! ভুয়ো লেটারপ্যাড ব্যবহার করে ৪০ লক্ষ হাতাল জালিয়াতরা
    প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৪
  • শেখর চন্দ্র, আসানসোল: এবার সাইবার অপরাধের শিকার খাস আসানসোল পুরনিগম। পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও ৪০ লক্ষ টাকা। ভুয়ো লেটারপ্যাডে ফোননম্বর বদলের আবেদন জানিয়ে হাতানো হয় টাকা। আসানসোলের মেয়র বিষয়টি জানতে পেরে অভিযোগ দায়েরের নির্দেশ দেন পুরনিগমের অর্থ বিভাগকে। ইতিমধ্যেই তারা আসানসোল সাইবার সেলে লিখিত অভিযোগ করা হয়েছে।

    আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে পুরনিগমের অ্যাকাউন্ট আছে। ২৮ অক্টোবর সেই অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা উধাও হয়ে যায়। যদিও পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ১২ লক্ষ টাকা উদ্ধার করে। ঘটনা প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন, “পুরনিগমের উধাও হওয়া টাকা মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়েছে। সাইবার অপরাধীরাই এই টাকা উধাও করেছে।”

    এই ঘটনায় আসানসোল পুরনিগমের তরফে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেয়র জানান, পুরনিগমের ভুয়োলেটার প্যাডে মোবাইল নম্বর বদল করার আবেদন জমা পড়েছিল ব্যাঙ্কে। সেই সূত্র ধরেই পুরনিগমের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরনিগমকে বিষয়টি জানানোর পরই অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার বিষয়টি নজরে আসে। এ সম্পর্কে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ বলেন, “গতকাল রাতে মৌখিকভাবে তাদের জানানো হয়েছিল। আজ লিখিত অভিযোগ দায়ের হওয়ার কথা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
  • Link to this news (প্রতিদিন)