মধ্যমগ্রামে তেলের কারখানায় বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ১
প্রতিদিন | ৩০ অক্টোবর ২০২৪
অর্ণব দাস, বারাসত: কালীপুজোর ঠিক আগেরদিন মধ্যমগ্রামে তেলের কারখানায় বিধ্বংসী আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুনে ঝলসে মৃত একজন। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি ভিতরে কেউ এখনও আটকে রয়েছেন কি না, তাও জানা যায়নি।
মধ্যমগ্রামের বাদু রোডের উপর রয়েছে পেট্রোল কারখানাটি। বুধবার দুপুরে আচমকা ওই কারখানা থেকে আগুন বেরতে দেখেন স্থানীয়রা। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে আগুন। আধিকারিকরা গিয়ে দেখেন, দাউ দাউ করে জ্বলছে আগুন। ভিতরে আটকে পড়েছেন বেশ কয়েকজন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কারখানার ভিতরেই মৃত অবস্থায় উদ্ধার হন এক শ্রমিক।
দমকল আধিকারিকরা জানিয়েছে, আগুন আয়ত্তে আনার চেষ্টা চলছে। তবে ওই কারখানায় রাসায়নিক মজুত থাকায় আগুন অ্যারেস্ট করতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবহার করা হচ্ছে ফোম। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও জ্বলছে লেলিহান শিখা। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন আয়ত্তে আসার পর অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট হবে। উল্লেখ্য, হাসপাতালে ভর্তি রয়েছেন ২ শ্রমিক। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।