কল্যাণীতে স্বামীর সামনেই গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ, গ্রেফতার ৮ অভিযুক্ত
হিন্দুস্তান টাইমস | ৩০ অক্টোবর ২০২৪
রাত পোহালেই কালীপুজো। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সাতসকালে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে ছিলেন বধূ। কিন্তু শুনশান পরিবেশের সুযোগ নিয়ে স্বামীর কাছ থেকে কার্যত ছিনিয়ে নেওয়া হয় ওই গৃহবধূকে। বেশ কয়েকজন যুবক ওই বধূকে ছিনিয়ে নিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। রেলব্রিজের নিচে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। নদিয়ার কল্যাণীতে এমন ঘটনা ঘটায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নমুনা সংগ্রহে অকুস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। নির্যাতিতা বধূর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে তদন্ত করতে।
এদিকে আজ, বুধবার সাতসকালে স্বামীর সঙ্গে হাঁটতে বেরিয়ে ছিলেন ওই বধূ। স্বামীর সকালে ট্রেন ধরার কথা ছিল। কিন্তু কাজে যাওয়ার আগে স্বামীর সামনে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের কল্যাণী রেল ব্রিজের নীচে ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা গৃহবধূ। এই অভিযোগের ভিত্তিতে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ৮জনকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনা নিয়ে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত সুপার সিদ্ধার্থ ধাপোলা বলেন, ‘তদন্তের শুরুতে আটজনকে গ্রেফতার করা হয়েছে। দফায় দফায় জেরা করা হচ্ছে।’
অন্যদিকে আজ স্বামী–স্ত্রী মিলে বিশেষ কাজে কল্যাণীর কাঁচরাপাড়া রেলব্রিজের ধার দিয়ে যাচ্ছিলেন। তখন তাঁদের উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন। তারপর ওই গৃহবধূকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ব্রিজের নিচে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তখন স্বামীকে বাকিরা আটকে রেখে মারধর করতে থাকে বলে অভিযোগ উঠেছে। পর পর আটজন ওই গৃহবধূকে ধর্ষণ করার পর সেখান থেকে চম্পট দেয়। এই ঘটনার পর নির্যাতিতার স্বামী কল্যাণী থানার দ্বারস্থ হন। এই অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজন অভিযুক্ত গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে বাকিদের গ্রেফতার করা হয়।
এছাড়া ঘটনাস্থল কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। তদন্তের স্বার্থে সব গোপন রাখা হচ্ছে। তিনজনের ফরেনসিক টিম সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করছে। দু’জায়গায় মিলেছে নির্যাতিতার হাতের ভাঙা চুরি। একটি টিফিন কৌটোও মিলেছে। এই গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে কল্যাণীতে। এই বিষয়ে ফরেনসিক বিশেষজ্ঞ সন্দীপ ঘোষের কথায়, ‘একটা গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে।’