• থানায় জন্মদিন পালন TMC নেতার, কেক খাওয়াল পুলিশ, তুমুল বির্তক, কটাক্ষ শুভেন্দুর
    হিন্দুস্তান টাইমস | ৩০ অক্টোবর ২০২৪
  • দিন কয়েক আগে মালদায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উর্দি পড়ে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল কলিয়াচক থানার আইসিকে। এনিয়ে কম বিতর্ক হয়নি। সেই রেশ কাটতে না কাটতেই এবার থানাতেই কেক কেটে তৃণমূল নেতার জন্মদিন পালন করার অভিযোগ উঠল। এনিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন। 

    মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের বারাবনির নুনীতে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে শুভেন্দু অধিকারী এই অভিযোগ তুলে বিতর্ক উসকে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের বারাবনি ব্লক সভাপতি অসিত সিং নাকি থানাতেই নিজের জন্মদিন পালন করেছেন। যদিও সরাসরি অসিতের নাম করেননি বিরোধী দলনেতা। তবে তিনি এদিন বলেন, ‘শাসকদলের ব্লক সভাপতির জন্মদিন পালন হচ্ছে থানাতে। বারাবনি থানার আইসি না ওসি মিস্টি কেক খাওয়াচ্ছেন। আমি নাম বলে হিরো করতে চাই না, এরা জিরো। আসলে এরা নেতা নন, এরা আসলে তোলাবাজ।’  শুভেন্দু অধিকারী আরও বলেছেন, ‘বারাবনিতে ছোট ছোট মুখ্যমন্ত্রী আছে।’ তৃণমূল নেতার থানায় জন্মদিন পালনের অভিযোগ প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় রাজনীতিতে। 

    যদিও থানায় জন্মদিন পালন করার কথা পুরোপুরি অস্বীকার করে গিয়েছেন বারাবনি তৃণমূল ব্লক সভাপতি অসিত। তাঁর দাবি, থানায় কোনও জন্মদিন পালন হয়নি। আমাকে এখানকার মানুষ ভালোবাসে। অনেকের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। অনেকে আমার জন্মদিন পালন করেছেন।  তবে থানার মধ্যে কোনও জন্মদিন পালন হয়নি। এটা সম্পূর্ণ ভুল কথা। শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে তৃণমূল নেতা আরও বলেন, উনি এখানকার বিষয়ে জানেন না, স্থানীয় নেতারা ওনাকে যেটা বলেছেন সেটা খতিয়ে না দেখেই তিনি বলেছেন। বারাবনিতে বিজেপির কিছু নেই তাই ওরা মিথ্যে প্রচার করে বেড়াচ্ছে। মানিক উপাধ্যায়ের আমল থেকেই এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি হয়ে রয়েছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা পুরোটাই মিথ্যে।’ 

    যদিও থানার ভিতরে তৃণমূল নেতার জন্মদিন পালনের বেশ কয়েকটি ছবি সামনে এনেছে বিজেপি।  তাতেই দেখা যাচ্ছে, এক পুলিশ অফিসার কেক খাওয়াচ্ছেন তৃণমূল নেতাকে।  শুধু তাই নয়, তৃণমূল নেতার কেক কাটার ছবিও বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে। আর সেই সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে, ওই পুলিশ অফিসার জন্মদিনের উপহার হাতে তুলে দিচ্ছেন তৃণমূল নেতাকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)