‘মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ....’, বিধায়কের মন্তব্যে বিতর্ক
হিন্দুস্তান টাইমস | ৩০ অক্টোবর ২০২৪
বাংলার মুখ্যমন্ত্রী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু সে কথা সকলেও জানলেও বিতর্ক তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কেতুগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক মঞ্চ থেকে বলে বসেছেন, রাজ্যের মুখ্য়মন্ত্রীর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই বিতর্ক শুরু হয়েছে। যা নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। কিন্তু এটাই এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর তাতে অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের।
এখন রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান চলছে। সেখানেই এমন বেফাঁস মন্তব্য করে বসেছেন বর্ধমানের কেতুগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডল বলে অভিযোগ। এই মন্তব্য এখন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই একবার জানিয়ে ছিলেন, তিনি এখন সংগঠন সামলাতে চান। সরকারে আসতে চান না। আর মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার বয়স পড়ে রয়েছে। সেখানে কেতুগ্রামের বিধায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী বলে ঘোষণা করে দিলেন।
বিষয়টি ঠিক কী ঘটেছে? গতকাল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানেই বক্তব্য রাখছিলেন কেতুগ্রামের তৃণমূল কংগ্রেস বিধায়ক শেখ শাহনাওয়াজ মণ্ডল। আর তখনই অভিষেককে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করেন। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম কী? এই প্রশ্নের উত্তর একজন শিশু পড়ুয়াও জানে। সেখানে কেতুগ্রামের বিধায়কের এমন ভুল হল কী করে? এটা কি তিনি ইচ্ছে করেই বললেন? নাকি উত্তেজনার বশে বেরিয়ে গিয়েছে? উঠছে প্রশ্ন।
ঠিক কী বলেছেন বিধায়ক? বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে তখন বেশ ভিড় রয়েছে। মঞ্চেও অনেকে বসে রয়েছেন বিশিষ্টরা। তখন তৃণমূল কংগ্রেস বিধায়ক শেখ শাহনওয়াজ মণ্ডলকে বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দুর্গাপুজো, কালীপুজোর পাশাপাশি ইদও আমরা ধুমধামের সঙ্গে পালন করব।’ এই কথা বলার পর মঞ্চে থাকা নেতারা ইশারা করে বিধায়ককে ভুলটি বুঝিয়ে দেন। তাও আবার মুখ্যমন্ত্রীর নাম ভুল বলেছেন। তখন পরিস্থিতি বেগতিক দেখে ভুল শুধরে বলেন, ‘বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ মহিষাসুরের দল রাজ্যজুড়ে বিশৃঙ্খলা তৈরি করছে।’