‘সংগঠনটা দেখে আমার ভাল লাগল’, নেত্রীর ফোন পেতেই ভাষা বদল করলেন অনুব্রত
হিন্দুস্তান টাইমস | ৩০ অক্টোবর ২০২৪
একদিন আগেই তাঁর কাছে ফোন এসেছিল। কী কথা হয়েছে? তা কোনও পক্ষই খোলসা করেননি। শুধু শরীরী ভাষা, মুখের ভাষা এবং কাজের ধরণে পরিবর্তন এল। তাই দেখে মনে হচ্ছে কাজ হয়েছে। এবার সমস্যা মিটবে। ফোনের দু’প্রান্তে ছিলেন অনুব্রত মণ্ডল এবং স্বয়ং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফোন করে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নির্দেশ দিয়েছিলেন সকলে কোর কমিটির সঙ্গে মিলে কাজ করতে হবে। ঠিক তার পরের দিন থেকেই তা অক্ষরে অক্ষরে পালন করলেন দিদির কেষ্ট। আর জানিয়ে দিলেন, কালীপুজো–ভাইফোঁটা মিটলেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির মিটিং ডাকবেন এবং কোর কমিটির মিটিং ডাকবেন।
বীরভূমের নানা প্রান্তে বিজয়া সম্মিলনী হচ্ছে। দলের পক্ষ থেকে এই অনুষ্ঠান হলেও একাই তা করছেন অনুব্রত মণ্ডল বলে অভিযোগ। প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কাজল শেখ অনুপস্থিত। তা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। তিহাড় জেলে যাওয়ার আগে যেভাবে দল বা সংগঠন চালাতেন অনুব্রত, জেল থেকে বেরিয়ে একই পথেই হাঁটছেন তিনি। অথচ তাঁর অবর্তমানে কোর কমিটিই নির্বাচন থেকে শুরু করে সংগঠন মজুবত ভিতের উপর ধরে রাখার কাজ করেছিল। তাহলে আজ তাঁদের বাদ দিয়ে কাজ হবে কেন? এই প্রশ্ন উঠতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে, খোদ তৃণমূল সুপ্রিমো তা জানতে পারেন।
তারপরই ফোন আসে কেষ্টর কাছে। বুঝিয়ে দেওয়া হয় কেমন করে আগামী দিনের পথ চলতে হবে। কেষ্ট কি সেটা বুঝেছেন? হ্যাঁ, সেটি বুঝেছেন অনুব্রত মণ্ডল। তাই তো অনুব্রত মণ্ডল বলেন, ‘রাজনগর যেভাবে সাজানো হয়েছে সেটা ভাল। সুকুমার সাধু, বিকাশ দা যেভাবে সংগঠনটা সাজিয়েছেন সেটা দেখে আমার ভাল লাগল।’ তখন তাঁকে প্রশ্ন করা হয়, আপনি ঢোকার সময় সবাই টাইগার আসছে বলল। আপনার হাতে বাঘের প্রতিকৃতি তুলে দেওয়া হল। কেমন লাগছে আপনার? জবাবে অনুব্রতর বক্তব্য, ‘আমি এই নিয়ে কিছু বলব না। শুধু বলতে পারি আমি একজন সাধারণ মানুষ। তার বেশি কিছু নই।’
এছাড়া অনুব্রত মণ্ডল কদিন ধরেই বলে আসছেন, তিনি কোনও নেতা নন। তিনি একজন কর্মী মাত্র। তৃণমূল কংগ্রেসের সৈনিক। আর একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে মুখ্যমন্ত্রী করতে চান। তারপর তিনি রাজনীতি ছেড়ে দেবেন। জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেবেন। দলের একজনই নেতা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। আর সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। এদিন অনুব্রত মণ্ডলের কথায়, ‘কোর কমিটির মিটিং ডাকব। দলের যদি কোন কেউ ভুল করে থাকে বা যদি কেউ অন্যায় করে থাকে, আমিও যদি কোনও ভুল করে থাকি তাহলে আমাকেও বাদ দেওয়া হোক। আগামী দিনে বোলপুরের ডাকবাংলা ময়দানে একটি বড় সম্মিলনীর আয়োজন করা হবে।’