• ভূত চতুর্দশীর রাতে জলপাইগুড়িতে শাঁকচুন্নি, ব্রহ্মদৈত্য, মেছোভূতের নাচন
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কেউ সাজল শাঁকচুন্নি। কেউ আবার ব্রহ্মদৈত্য সেজে ভয় দেখাল। মেছোভূতকে দেখে হাসি আর থামতেই চাইছিল না কচিকাঁচাদের। তবে এসবের বাইরে বেরিয়ে সিনেমার চরিত্রের অনুকরণেও ভূত সাজল কেউ কেউ। ‘ভূতের ভবিষ্যত’ ছবির ভুতোড়িয়া আর হাতকাটা কার্তিক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিল কয়েকজন।

    ওরা কেউ পঞ্চম, কেউ ষষ্ঠ কেউ আবার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী। ভূত চতুর্দশীর রাতে জলপাইগুড়ির এসজেডিএ কম্পোজিট কমপ্লেক্সে আয়োজন করা হয়েছিল যেমন খুশি ভূত সাজো। মূলত হ্যালোউইন স্পেশাল অনুষ্ঠান। তাতেই শামিল হয় আরাধ্যা দেবনাথ, মৌতৃষা সাহা, অনুষ্কা বর্মন, কৌসুশী রায়, সমর্পণ সরকাররা। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সায়নী চন্দ। বললেন, এমন অনুষ্ঠান এখানে প্রথম। ভূত চতুর্দশীর রাতে ছেলেমেয়েরা ভূত সেজে অভিনয় করেছে। বহু মানুষ ‘ভূতের নাচন’ দেখতে ভিড় জমিয়েছিলেন। আলো-আঁধারিতে ঘেরা গা ছমছমে পরিবেশে ভূতের গল্প বলার প্রতিযোগিতাও ছিল।

    সেলুলয়েডে মঞ্জুলিকা আসছে। কিন্তু বিদ্যা বালনের ছবির চেয়েও এখন জলপাইগুড়িতে বেশি চর্চা কালীপুজোয় জ্যান্ত ভূতদের নিয়ে। দাপুটে ভূতেদের হাজির করে রীতিমতো মাস্টার ব্লাস্টার হয়ে ওঠা শহরের ভগৎ সিং কলোনির নামই হয়ে গিয়েছে ‘ভূতপাড়া’। কালীপুজোয় এবার তারা তৈরি করেছে অভিশপ্ত অট্টালিকা। তারই মধ্যে থাকবে প্রেত ও আত্মারা। দেখা যাবে স্বর্গ-নরক। ভগৎ সিং কলোনির পাশাপাশি জলপাইগুড়ি শহর ও লাগোয়া অঞ্চলে ইন্দিরা কলোনি, পাতকাটা কলোনি, শান্তিপাড়া, জামতলা এলাকা, পান্ডাপাড়া সহ অন্তত ১০-১২টি জায়গায় বুধবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছে ভূতের নাচন।

    কোনও পুজো কমিটির থিম আবার ভয় মহল। কেউ আবার বানিয়েছে ভূতের আখড়া। কেউ আবার জ্যান্ত ভূতের কারখানা গড়ে দর্শক টানতে প্রস্তুত। কালীপুজো উপলক্ষ্যে আগামীকাল, বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে যাবে ভূতের শো। তারই যেন ট্রেলার হয়ে গেল ভূত চতুর্দশীর রাতে।

     
  • Link to this news (বর্তমান)