• ১ নভেম্বর কলকাতার ৫ মেডিক্যালে শুরু সেন্ট্রাল রেফারেল সিস্টেম, হয়ে গেল মহড়া
    দৈনিক স্টেটসম্যান | ৩১ অক্টোবর ২০২৪
  • রাজ্যে চালু হচ্ছে সেন্ট্রাল রেফারেল সিস্টেম। ১ নভেম্বর কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজকে এই সিস্টেমের আওতায় আনা হবে। তারপর কয়েকদিনের মধ্যেই জেলা ও ব্লক হাসপাতালগুলিকে অনলাইনে যুক্ত করা হবে। বুধবার আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, এসএসকেএম, এনআরএস ও ন্যাশনাল মেডিক্যাল কলেজে এই সিস্টেমের মহড়া হয়ে গেল।

    উল্লেখ্য, এম আর বাঙুর হাসপাতালকে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ করে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনায় অনলাইন রেফারেল সিস্টেম চালু হয়ে গিয়েছে। এবার গোটা রাজ্যেই এই সিস্টেম চালু করতে চলেছে রাজ্য। অপরদিকে আরজি কর সহ কলকাতার পাঁচটি হাসপাতালে সিকিউরিটি অডিট করল লালবাজার।

    আউটডোরে বসেই অনলাইন রেফারেল সিস্টেমের মাধ্যমে চিকিৎসক বুঝতে পারবেন যে তাঁর বিভাগের কতগুলি বেড ফাঁকা আছে। পাশাপাশি জেলা বা ব্লক হাসপাতালে বসে সেখানকার চিকিৎসকরা এই সিস্টেমের মাধ্যমে বুঝতে পারবেন যে কোন মেডিক্যাল কলেজে কতগুলি বেড ফাঁকা রয়েছে। এর ফলে রোগী ও তাঁর পরিজনের হয়রানির সম্ভাবনা অনেকটাই কম হবে। পাশাপাশি সুবিধা হবে ডাক্তার ও পিজিটিদের। জুনিয়র ডাক্তাররা সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালুর দাবি তুলেছিলেন। এবিষয়ে গোটা রাজ্যে এবার পদক্ষেপ করতে চলেছে সরকার।

    স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, কলকাতার ৫ মেডিক্যাল কলেজে চালু হওয়ার কয়েকদিনের মধ্যেই বাকি ২৩টি মেডিক্যাল কলেজে এই ব্যবস্থা চালু হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে নোডাল সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)