কিন্তু কেন এই লোহার পাত বসানো হচ্ছে কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে? সূত্রের খবর ২০১৯ সালে যখন বউবাজার চত্বর থেকে সুড়ঙ্গ তৈরি করার সময় জল বেরোতে শুরু করেছিল, তখন কংক্রিটের সুড়ঙ্গের কয়েকটা জায়গার আকৃতির কিছুটা পরিবর্তন ঘটে। সেই কারণেই যাতে ট্রেন চলাচলে কোনও সমস্যা না হয়, তাই কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে সঠিক আকৃতির আরেকটা লোহার সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে।
পশ্চিমমুখী যে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গের ১০৮ মিটার জায়গা এই লোহার পাত দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। যে পাতের বাইরের দিকে রয়েছে কংক্রিটের সুড়ঙ্গ। আবার পূর্বমুখী সুড়ঙ্গের ৯৪ মিটার এলাকা এই লোহার পাত দিয়ে বাঁধিয়ে দেওয়া হচ্ছে। যার বাইরের দিকে রয়েছে কংক্রিটের সুড়ঙ্গ।
অর্থাৎ কংক্রিট সুড়ঙ্গের মধ্যে তৈরি হচ্ছে লোহার সুড়ঙ্গ, যা ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে আর কোথাও করা হয়নি। এমনকি অনেকের মতে গোটা দেশেও আর কোথাও কংক্রিটের সুড়ঙ্গের মধ্যে এরকম লোহার সুড়ঙ্গ এর আগে তৈরি হয়নি।