মদ্যপানের প্রতিবাদ করায় বাড়িতে চড়াও হয়ে তাণ্ডব চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার রহড়া থানা এলাকায়। বাড়িতে প্রবেশ করে ভাঙচুর,বাসিন্দাদের মারধর এবং মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার রাতের ওই ঘটনার পর বুধবার রহ়ড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করছেন পরিবারের লোকেরা। ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
অভিযোগকারীর বাড়ির পিছন দিকে একটি ফাঁকা জায়গা রয়েছে। গৃহস্থের অভিযোগ, মঙ্গলবার রাতে সেখানে বসে মদ্যপান করছিল কয়েক জন দুষ্কৃতী। পরিবারের লোকেরা প্রতিবাদ করায় বচসা শুরু হয়েছিল দু’পক্ষের। অভিযোগ, সেই সময় মত্ত অবস্থায় দুষ্কৃতীদল বাড়িতে হামলা করে। প্রথমে পরিবারের দুই সদস্যকে মারধর করে হয় বলে অভিযোগ। পরে তাঁদের বাঁচাতে বাড়ির দুই মহিলা সদস্য এগিয়ে আসেন। তখন তাঁদেরও মারধর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের এক মহিলা সদস্যের। পরিবারের দাবি, গত রাতের ওই ঘটনার পর থেকে ভয়ে বাড়ির দরজা-জানালা এক প্রকার বন্ধ করেই বসে ছিলেন তাঁরা।