পুলিশ সূত্রে খবর, কাশেম এবং কবিরুল একে অন্যের আত্মীয়। কাশেমের পরিবারের সঙ্গে গত দু’সপ্তাহ ধরে গোলমাল চলছিল কবিরুলের পরিবারের। সূত্রপাত হয়েছিল দিন পনেরো আগেই। ধূমপান করাকে কেন্দ্র করে কাশেম ও কবিরুলের ঝামেলা হয়েছিল সে দিন। তার পর থেকে গত দু’সপ্তাহে একাধিক বার দুই পরিবারের মধ্যে গোলমাল হয়েছে। এমনকি মঙ্গলবার সন্ধ্যাতেও সামশেরগঞ্জের বাসুদেবপুর এলাকায় দুই পরিবারের গোলমাল বেঁধেছিল। দুই পরিবারকেই সামশেরগঞ্জ থানায় ডেকে পাঠানো হয়েছিল গত রাতে। পরে মুচলেকা দিয়ে তাঁরা থানা থেকে ছাড়া পান। মঙ্গলবার রাতের ওই ঘটনার পর বুধবার সকালে আবার ওই ব্যবসায়ীর দোকানের সামনে কবিরুলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল এক দল দুষ্কৃতী। পুলিশের সন্দেহ ওই হামলার মূল ষড়যন্ত্রী কাশেমই।
গুলি চলার ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল সুতি থানার পুলিশ। তদন্তকারী সূত্রে সকালে জানা গিয়েছিল, অভিযুক্তদের একটি বাইকও উদ্ধার করা হয়েছে। সেই বাইকের সূত্র ধরে অভিযুক্তদেরও খোঁজ শুরু করেছিল পুলিশ। গ্রেফতারির পর কাশেমকে ইতিমধ্যে প্রাথমিক জেরা করা হয়েছে। জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় জানিয়েছেন, হামলায় যে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার হয়েছিল সেটির খোঁজ চলছে। পাশপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।