• সোনার দোকান বন্ধ করতেই মালিকের ব্যাগ ছিনতাই, টাকা-গয়না নিয়ে পালাল দুষ্কৃতীরা
    হিন্দুস্তান টাইমস | ৩১ অক্টোবর ২০২৪
  • ফের পুরুলিয়ায় দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকানে। ধনতরাসের রাতের একটি সোনার দোকান মালিকের কাছ থেকে নগদ টাকা সহ লক্ষাধিক টাকার সোনা, রুপোর গয়না ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০ টা নাগাদ পুরুলিয়া জেলার বলরামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি দোকানে। ছিনতাইয়ের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে দোকান বন্ধ করার মুহূর্তে। দোকানের মালিক যখন টাকা ও সোনার গহনা ভর্তি ব্যাগ নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই একটি বাইকে করে এসে দুজন দুষ্কৃতী আচমকা তাঁর হাত থেকে সেই ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনায় থানায় অভিযোগ জানান দোকান মালিক। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বলরামপুর থানার ওসি সহ বিশাল পুলিশবাহিনী। এই ঘটনায় জেলার পুলিশ দ্রুত পদক্ষেপ নিচ্ছে।ঘটনাস্থলে এসে পৌঁছন পুরুলিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি হেডকোয়ার্টার। দুষ্কৃতীদের ধরতে শহরজুড়ে চালানো হয় নাকা চেকিং। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

    দোকান মালিক জানান, ‘ছেলে বলেছিল আমরা হেটে বাড়ি ফিরব। আমি দোকানের বাইরে ব্যাগ নিয়ে অপেক্ষা করছিলাম। আর ছেলে দোকানে তালা লাগাচ্ছিল। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। সেই সময় পিছন থেকে বাইকে করে দুজনে এসে আমার হাতে থাকা ব্যাগটি ছিনতাই করে নিয়ে চলে যায়।’ দোকান মালিক জানান, ব্যাগে নগদ দের লক্ষ টাকার বেশি ছিল। সোনা এবং রুপো মিলিয়ে এক কেজির মতো গয়না ছিল। এমন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আতঙ্ক ছড়ায় এলাকার অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। যদিও ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। তাতে দেখা যাচ্ছে দুজনেই বাইকে থাকা অবস্থায় ছিনতাই করে পালাচ্ছে। তবে তাদের মাথায় হেলমেট থাকায় মুখ দেখা যাচ্ছে না। সেই ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে পুলিশ। তাদের শনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    উল্লেখ্য, গত বছর পুরুলিয়ার বেশ কয়েকটি সোনার দোকানে পরপর দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। এর মধ্যে পুরুলিয়ার নামোপাড়ার একটি নাম করা সোনার দোকান থেকে ৮ কোটি টাকার ডাকাতির ঘটনা ঘটেছিল। মোটর বাইকে করে এসে ৭ জন দুষ্কৃতী প্রায় আধ ঘণ্টার মধ্যে ডাকাতি করে পুরুলিয়ার সীমানা পেরিয়ে ঝাড়খণ্ডে গা ঢাকা দেয়। এমনকী সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে যায় তারা। এছাড়াও, রানাঘাট, রানীগঞ্জ এবং সোনারপুরেও দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)