• বন্যায় ডুবেছে রাস্তা, রেললাইন ধরে হাঁটতে গিয়ে...মর্মান্তিক পরিণতি ৩ জনের...
    ২৪ ঘন্টা | ৩১ অক্টোবর ২০২৪
  • কিরণ মান্না: শিলাবতী নদীর জলে প্লাবিত শহর। রাস্তা এখন জলের তলায়। রেললাইন ধরে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কা মৃত্যু হল ৩ জনের। মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়।

    স্থানীয় সূত্রের খবর, মৃত ৩ জনই পেশায় ফল বিক্রেতা। বাড়ি পাঁশকুড়ায়। ব্যবসার জন্য হলদিয়ায় গিয়েছিলেন তাঁরা। এরপর রাতে ট্রেন থেকে নামেন পাঁশকুড়ার রঘুনাথবাড়ি স্টেশনে। কিন্তু বাড়ি ফিরবেন কী করে? গত কয়েকদিন বৃষ্টিতে জল বেড়ে গিয়েছে শিলাবতী নদীতে। প্লাবিত ঘাটাল, দাসপুর-সহ আশেপাশের এলাকায়। রাস্তায়ও জল জমে গিয়েছে।

    রঘুনাথবাড়ি স্টেশনে নেমে রেললাইন ধরেই বাড়ির দিকে হাঁটছিলেন ওই ৩ ফলবিক্রেতা। কখনও যে ট্রেন চলে এসেছে, খেয়াল করেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান দু'জন। গুরুতর আহত হন আর একজন। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁরও।

  • Link to this news (২৪ ঘন্টা)