শব্দবাজির তাণ্ডব পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগে, অতিষ্ঠ এলাকাবাসী
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া বাঁকুড়া ও আরামবাগ: দুর্গাপুজোর পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো। শক্তির আরাধনায় মেতে উঠবে উত্সবমুখর বাঙালি। তার আগে বুধবার থেকেই আলোর রোশনাইয়ের ভেসে গেল পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে আরামবাগ। শুরু হয়ে গেল শব্দবাজির তাণ্ডব।
বুধবার শহরের বাজারহাট ছিল জমজমাট। দোকানে দোকানে নতুন জামাকাপড়, বৈদ্যুতিন সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র কেনার ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে শুধু কালীপুজোই নয়, পুরুলিয়া ও বাঁকুড়া জেলার আদিবাসী সম্প্রদায়ের মানুষ এদিন থেকেই মেতে উঠবেন বাঁদনা পরবে। এদিন তারও প্রস্তুতি ছিল তুঙ্গে। মাটির বাড়িতে প্রলেপ দিয়ে ঘর সাজিয়ে তোলেন মহিলারা। কালীপুজো উপলক্ষ্যে মন্দিরগুলিতে পুজোর প্রস্তুতি ছিল চরমে। অন্যদিকে, এদিন সন্ধ্যার পর থেকেই পুরুলিয়া শহরে বাজি ফাটতে থাকে। রাত যত বেড়েছে, ততই বেড়েছে বাজির আওয়াজ। কালীপুজোর রাত যে ফের শহরের শিশু, বয়স্ক মানুষ থেকে শুরু করে পশু পাখিদের কাছে বিভীষিকা হয়ে উঠবে, এদিনের শব্দবাজির তাণ্ডব যেন সে কথাই বলে দিল।
অন্যদিকে, বুধবার পাত্রসায়রে একটি কালীপুজোর উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। পাত্রসায়র বাস স্ট্যান্ড কালীমাতা সংঘের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে দলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান অলোক মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন বিষ্ণুপুর থানায় কালীপুজোরও উদ্বোধন হয়। মঙ্গলবার রাতে দুর্লভপুরে তৃণমূলের শ্রমিক সংগঠনের কালীপুজোর উদ্বোধন করেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের বাঁকুড়া জেলা সভাপতি রথীন বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা পুরসভার চেয়ারপার্সন অলকা সেন মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, আরামবাগ মহকুমাতেও কালীপুজো, দীপাবলির প্রস্তুতি চলছে জোরকদমে। আলোর উৎসবে মাততে আরামবাগ শহরের বাজারও জমজমাট ছিল এদিন। বাজারে আতশবাজি কিনতেও ব্যাপক ভিড় জমিয়েছেন বাসিন্দারা। তারসঙ্গে পুজো মণ্ডপ নির্মাণের প্রস্তুতিও চলছে চরমে। তবে এদিন আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়া থানায় আয়োজিত কালী পুজোগুলির উদ্বোধন করেন হুগলি গ্রামীণের পুলিস সুপার কামনাশিস সেন। সঙ্গে ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। খানাকুল থানায় এদিন শারদ সম্মানের পুরস্কারও দেয় পুলিস। সেখানে সেরা প্রতিমা, মণ্ডপ, অলোকসজ্জা, সমাজ সচেতনতা প্রভৃতি বিভাগে পুরস্কার দেওয়া হয়। আরামবাগ মহকুমায় বাসিন্দাদের বাড়ির দেওয়াল সাজানো হয় বাহারি আলো দিয়ে। - ফাইল চিত্র