• বেতাই তরুণ দলের থিমে ফুটে উঠবে হাতির রথে কালীর আগমন
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, তেহট্ট: তেহট্ট এলাকার কালীপুজোগুলির মধ্যে অন্যতম বেতাই তরুণ দলের কালীপুজো। এই পুজো ৪৫ বছর ধরে মানুষকে আনন্দ দিয়ে আসছে। সেই সঙ্গে বিসর্জনের পরে প্রায় ১০ হাজার মানুষকে পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা থাকে। 

    তরুণ দল প্রতিবারের মতো এবারেও বিভিন্ন থিম তুলে ধরেছে দর্শকদের মন জয় করার জন্য। এবার তাঁদের থিমের মধ্যে উল্লেখযোগ্য হল, হাতির রথে করে মা কালীর আগমন। একই প্যান্ডেলে দেখা যাবে মা দুর্গার নৌকায় আগমন। সেই সঙ্গে দেখা যাবে আসুরিক শক্তি ধ্বংস করে পৃথিবীতে শুভশক্তি আনছে মা কালী। সেখানে দেখা যাবে যে মা কালী অসুরদের সঙ্গে যুদ্ধ করে আসুরিক শক্তি বিনাশ করছেন। এই সঙ্গে দেখা যাবে মা যশোদার কৃষ্ণের প্রতি স্নেহ। আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, এই ক্লাবের বাজেট ৭ লক্ষ টাকা। এই ক্লাবের অন্যতম সদস্য তথা জেলা পরিষদের সদস্য দিলীপ পোদ্দার বলেন, আমাদের পুজো মানুষকে আনন্দ দেওয়ার জন্য। আমি এই পুজোর সব কিছু দেখা শোনা করি। এই ক্লাবের ভালো-মন্দের সঙ্গে আমি জড়িত। ক্লাবের পুজো কমিটির সম্পাদক সঞ্জীব পোদ্দার বলেন, আমরা শোভাযাত্রা করে প্রতিমা বিসর্জন দেব। নভেম্বর মাসের ৮ তারিখ আমরা প্রতিমা বিসর্জন করব। আমাদের শোভা যাত্রায় থাকবে রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, বাংলা আবাস যোজনা সহ রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প ট্যাবলো থাকবে। সেই সঙ্গে গাছ বাঁচানো, জল বাঁচানো সহ অন্যান্য সামাজিক সচেতনতার প্রচার করা হবে। ক্লাবের সভাপতি হংস বিশ্বাস বলেন, আমরা বস্ত্রদান করি। সারা এলাকার মানুষ তথা বাইরের যে আসবেন তাঁদের পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা আছে। আমাদের পুজো দেখে মানুষ আনন্দ পাবে। তাঁদের ভালো লাগলে আমাদের পুজো সার্থক হবে। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)