স্টুডেন্টস কাউন্সিলের পদ থেকে বাদ শাহবাজ শেখ, জুনিয়রদের একাংশের চাপে সিদ্ধান্ত কর্তৃপক্ষের
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট মেডিক্যালের স্টুডেন্ট কাউন্সিলের কো-অর্ডিনেটর পদ থেকে বাদ পড়লেন শাহবাজ শেখ ও তাঁর সঙ্গী সৌমেন্দু মালাকার। মঙ্গলবার সন্ধ্যায় জুনিয়র চিকিৎসকদের একাংশ অধ্যক্ষকে ডেপুটেশন দিয়ে প্রশ্ন তোলেন, ছাত্রী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত কী করে স্টুডেন্ট কাউন্সিলের কো-অর্ডিনেটর থাকতে পারেন। তাঁর কথাই বা কেন শুনব? এরপরই দুই কো-অর্ডিনেটরকে বাদ দেওয়া হয়। অন্যদিকে এদিন থেকেই চকমণ্ডলা হস্টেলে রাত ৮টার পর সিনিয়রদের প্রবেশ নিষিদ্ধ করেছে মেডিক্যাল কর্তৃপক্ষ।
আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই বিচারের দাবিতে আন্দোলনে নামেন রামপুরহাট মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। এই আবহে গত ৪ সেপ্টেম্বর রামপুরহাট কলেজ কাউন্সিলের মিটিং হয়। সেখানে স্টুডেন্ট কাউন্সিল ভেঙে নতুন করে গঠনের দাবি জানান শাহবাজরা। অধ্যক্ষও নতুন করে স্টুডেন্ট কাউন্সিল করার জন্য নির্দেশ জারি করেন। যতদিন না সেই কাউন্সিল হচ্ছে ততদিন স্টুডেন্ট কাউন্সিলের কো-অর্ডিনেটর হিসেবে আন্দোলনকারীরা ইর্ন্টান শাহবাজ শেখ ও সৌমেন্দু মালাকারকে নিযুক্ত করার দাবি জানান। সেই মতো অর্ডারও বের করে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। এরপরই অভীক দে ও অনিকেত গঙ্গোপাধ্যায়ের অনুগামীদের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে মনোনয়ন দাখিল করতে দেওয়া হবে না বলে শাহবাজরা হুঙ্কার দেন।
প্রসঙ্গত, তিনবছর আগে চকমণ্ডলা হস্টেলে ডাক্তারি পডুয়া মধুমিতা ঘোষের অস্বাভাবিক মৃত্যুতে নাম জড়ায় শাহবাজ সহ চারজনের। এখন আর জি করের ঘটনায় সে-ই আন্দোলনের মুখ। সেই সঙ্গে সে পরীক্ষায় স্বচ্ছতার দাবি করছে। অথচ গতবছর পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে মুচলেকা দেওয়া শাহবাজ সহ তিনজন এখনকার আন্দোলনের প্রথমসারিতে ছিলেন বলে অভিযোগ। সেই সঙ্গে আরও অভিযোগ, এই কলেজে হুমকি সংস্কৃতির প্রবেশ ঘটিয়েছে শাহবাজ ও তাঁর গোষ্ঠী। বিষয়গুলি সামনে আসতেই মেডিক্যাল কলেজে আলোড়ন পড়ে যায়। এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় অধ্যক্ষকে ডেপুটেশন দেয় জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ। বিভিন্ন ব্যাচের ছাত্ররাও একজোট হয়ে একই ইস্যুতে পৃথক ডেপুটেশন দেন। তাঁরা অধ্যক্ষের কাছে দাবি জানান, ২০২৫ এর মার্চের মধ্যে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজে নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে টাস্কফোর্স নিয়োগ করেছেন। তাই স্টুডেন্ট কাউন্সিলের কো-অর্ডিনেটর পদ বাতিল করা হোক। তাছাড়া ছাত্রী মৃত্যুতে অভিযুক্ত কী করে স্টুডেন্ট কাউন্সিলের কো-অর্ডিনেটর পদে থাকতে পারেন? তাঁর কথাই বা আমরা শুনব কেন? স্টুডেন্ট কাউন্সিলের নামে হুমকি দিচ্ছেন তাঁরা। যদিও এই অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া নিতে শাহবাজকে ফোন করা হলেও রিসিভ করেননি। মেসেজ পাঠালে তিনি জানান, অসুস্থ আছি। তাই ফোন ধরতে পারছি না।
অধ্যক্ষ করবী বড়াল বলেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো গত স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হচ্ছে না বলে ২৪ অক্টোবর নোটিস জারি করা হয়। এদিন জুনিয়রদের দাবি মতো কো-অর্ডিনেটর নির্দেশও বাতিল করা হল। হুমকি দেওয়ার বিষয়টি প্রমাণ সহ জমা দিলে গ্রিভান্স সেলে পাঠিয়ে দেব।
মেডিক্যাল ক্যাম্পাসে সিনিয়রদের হস্টেল। কিন্তু সিনিয়দের একাংশকে গভীর রাত পর্যন্ত চকমণ্ডলায় জুনিয়রদের হস্টেলে দেখা যায়। এদিন থেকে চকমণ্ডলা হস্টেলে রাত ৮টার পর সিনিয়রদের প্রবেশ নিষিদ্ধ করা হল। সেখানে যেতে হলে কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।