• ভূত চতুর্দশীতে জনতার ঢল ধূপগুড়ির মণ্ডপে
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ধূপগুড়ি: কালীপুজো মানেই ধূপগুড়ি। তাই সেই রীতি বজায় রাখল ধূপগুড়ি। ভূত চতুদর্শীর আগেই ঠাকুর দেখতে ভিড় করলেন সাধারণ মানুষ। মঙ্গলবার এসটিএস ক্লাবের পুজো উদ্বোধন হয়। বুধবারও কয়েকটি ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধন হয়। সন্ধ্যা থেকে মণ্ডপমুখো হন দর্শনার্থীরা। 

    এবছর শান্তিনিকেতনের সোনাঝুড়ি হাটের থিম করে দর্শকদের এক অন্য স্বাদ দিয়েছে ধূপগুড়ি এভারগ্রীন ক্লাব। ক্লাবের এ বছর ৩৫তম শ্যামাপুজো। আর শ্যামাপুজোয় প্রতিবছর নজরকাড়া থিম করে দর্শকদের মনে দাগ কাটে। শান্তিনিকেতনে সোনাঝুরি হাট বা খোয়াইমেলা একটি সাপ্তাহিক বাজার। স্থানীয় কবি ও সাহিত্যিকদের দ্বারা প্রতিষ্ঠিত এই সাপ্তাহিক বাজারে স্থানীয় জনগণ এবং সাঁওতালি উপজাতিদের শিল্প সংগীত ও গানগুলি বৃহত্তর পরিসরে অন্বেষণ করতে শুরু করেছিল। সেই বাজারকেই ধূপগুড়িতে তুলে নিয়ে আসতে সক্ষম হয়েছে এভারগ্রীন ক্লাব। ক্লাব সম্পাদক সর্বজিৎ দত্ত ও পুজো কমিটির সম্পাদক রাকেশ সাহা বলেন, প্রতিবছর আমরা দর্শকদের নানা বার্তা দিয়ে থাকি। এ বছরও তার ব্যতিক্রম নয়। পাশাপাশি এদিন ধূপগুড়ির হাসপাতাল পাডার সুহৃদ সংঘ ও পাঠাগারের ভ্যাটিকান‌ সিটির ক্যাথলিক চার্চের আদলে মণ্ডপ দেখার জন্য ভিড় উপচে পড়ে। এবছর ক্লাবের ৩৬তম শ্যামাপুজো। সোনালী রঙের আলোয় ভরপুর ভাটিকান সিটির ক্যাথলিক চার্চে মন হারিয়ে যাবে‌ দর্শনার্থীদের। ক্লাব সূত্রে সূত্রে জানা গেছে, প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে তাদের শ্যামাপুজো করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)