নয়াবাজারের শিবাজী সঙ্ঘে কালী পুজোয় থিম ‘পাওয়ার অব ইন্ডিয়া’
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
সোমেন পাল, গঙ্গারামপুর: নয়াবাজারের শিবাজী সঙ্ঘে এবারে কালীপুজোর থিম পাওয়ার অব ইন্ডিয়া। প্রতিমাতেও থাকছে বিশেষ চমক। জেলায় বরাবর বিগ বাজেটের কালীপুজো করে আসছে গঙ্গারামপুর শিবাজী সঙ্ঘ। এবার ক্লাবের ৬৪ তম বর্ষে দর্শনার্থীদের আনন্দ দিতে বিশেষ থিম ভাবনার উপর জোর দিয়েছেন উদ্যোক্তারা। জেলার হিলি থেকে হরিরামপুরের দর্শনার্থীরা তো বটেই, আশপাশের জেলার মানুষ এই পুজো দেখতে ভিড় জমান। ভারতীয় জল, স্থল, বায়ুসেনার কর্মকাণ্ড নিয়ে মণ্ডপ তৈরি হয়েছে। তিন বাহিনীর জওয়ানরা কীভাবে শত্রুদের সঙ্গে লড়াই করে দেশরক্ষা করছেন, তার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। দেখা যাবে ব্রহ্মোস মিসাইল, যুদ্ধ বিমান সুখোই, মিগ ৩২, রাফাল, যুদ্ধের ট্যাঙ্কার, অত্যাধুনিক মেশিনগানের মডেল। কীভাবে স্থলবাহিনীর সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন, সেটা দেখানোর জন্য ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমায় থাকছে বিশেষ চমক। স্থানীয় মৃৎশিল্পী প্রতিমা তৈরি করছেন।
পুজো ছাড়াও বছরভর সামাজিক কাজ করে শিবাজী সংঘ। কালীপুজো উদ্বোধনের দিন জেলার বিশিষ্টজনদের ভিড় বাড়বে মণ্ডপে। এক হাজার দুঃস্থকে বস্ত্র বিলি করবে ক্লাব কর্তৃপক্ষ। কালীপুজোর উদ্বোধন করবেন বিএসএফের আধিকারিকরা।
ক্লাবের অন্যতম সদস্য শঙ্কর মণ্ডল বলেন, আমরা প্রথম থেকে বিগ বাজেটের পুজো করে আসছি। এবারেও জেলার মধ্যে বড়ো পুজো হচ্ছে ক্লাবে। একটি আদর্শ গ্রামে সমাজবন্ধুদের কার্যকলাপও থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আমরা পুজোয় ভারতীয় বাহিনীর শক্তি ও জওয়ানদের বীরত্ব দেখাব। আশা করছি দর্শনার্থীদের মন কাড়বে।