সংবাদদাতা, মানিকচক: আলোর উৎসবের আগে এলাকা আলোকিত করতে উদ্যোগ মালদহ জেলা যুব তৃণমূল সভাপতির। বুধবার মানিকচকের রামনগরে প্রায় ১৫টি সোলার লাইট লাগানোর ব্যবস্থা করেন বিশ্বজিৎ মণ্ডল।
মানিকচক পঞ্চায়েতের অন্তর্গত রামনগর এলাকা। গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম। প্রত্যেকের বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও রাস্তাঘাটে আলো ছিল না এতদিন। সাপের উপদ্রবের ফলে এই সময় বাইরে বের হওয়া থেকে এড়িয়ে যেতেন বাসিন্দারা। অন্যদিকে, বন্যা পরিস্থিতির কারণে জলমগ্ন হয়ে ছিল এলাকা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। কিছুদিন আগে সাপের কামড়েই মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের এক নাবালিকার। সেই খবর পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে এলাকার বিদ্যুতের সমস্যার কথা জানতে পারেন বিশ্বজিৎ। সেইসময় বাসিন্দাদের আশ্বাস দিয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আলোর সমস্যা দূর করবেন। সেই মতো এদিন রামনগর এলাকায় বিদ্যুতের খুঁটিগুলিতে প্রায় ১৫টি সোলার লাইট লাগানোর ব্যবস্থা করেন তিনি।
বিশ্বজিতের এই পদক্ষেপে রাতবিরেতে এখন অনেকটাই নিশ্চিন্ত বাসিন্দারা। কৈলাশ মণ্ডলের কথায়, সন্ধ্যার পর এলাকায় যাতায়াতে খুবই সমস্যা হতো। আলোর ব্যবস্থা করার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানিয়ে ছিলাম। কিন্তু তার সমাধান করলেন বিশ্বজিৎবাবু।
বিশ্বজিত্ বলেন, অন্ধকারে সাপের কামড়ে একজনের প্রাণ গিয়েছে। ফের যাতে এমন ঘটনা না ঘটে সেজন্য লাইটের ব্যবস্থা করেছি। পরবর্তীতে পঞ্চায়েতের মাধ্যমে এলাকায় আরও কিছু আলো লাগানোর ব্যবস্থা করা হবে।