• রায়গঞ্জে এবার নতুন চমক ‘মিয়াঁ-বিবি’ বাজি
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • নির্মাল্য সেনগুপ্ত, রায়গঞ্জ: সলতেয় আগুন ধরালেই রঙের ফুলঝুরি ছুটিয়ে ভিন্নপথে ছুটে যাওয়ার চেষ্টা করবে একটি পটকা। সেই বিপথগামীকে টেনে ধরবে আর একটি পটকা। এভাবে পরস্পর টানাটানি চলতে থাকবে। একসময় বারুদ শেষ হলে বাজিরও দম ফুরোবে।

    শুধু বাস্তব জীবনেই নয়, ‘মিয়াঁ-বিবি’র সম্পর্কের টানাপোড়েন এবার আতশবাজিতেও। এই বাজির এমন চরিত্রের জন্যই এর পোশাকি নাম ‘মিয়াঁ-বিবি’। যা ইতিমধ্যে রায়গঞ্জের বাজি বাজারে নজর কেড়েছে ক্রেতাদের। নিত্যনতুন রকমারি বাজির মধ্যে রায়গঞ্জ স্টেডিয়ামের বিক্রেতাদের তুরুপের তাস এবার এই বাজি। 

    এছাড়াও রায়গঞ্জের বাজি বাজার মাতাচ্ছে সিলিন্ডার, আমব্রেলা, গোল্ডরাস, ওয়াটার ফলস, পেন্সিলের মতো রকমারি আতশবাজি। 

    বাজি বাজারের বিক্রেতা বিজয় সরকার বলেন, এবারই প্রথম ‘মিয়াঁ-বিবি’ নামে বাজি এসেছে। এই বাজির চরিত্র আনন্দ দেবে। দাম ১৫০-২০০ টাকা। প্রকাশ সাহা নামে আরেক ব্যবসায়ীর বক্তব্য,হুবহু রান্নার গ্যাস সিলিন্ডারের মতো দেখতে নতুন বাজি এবার ট্রেন্ডিংয়ে। বাজিটি দেখেই বাচ্চারা পছন্দ করছে। সিলিন্ডার বাজির বিশেষত্ব এটি রঙিন আলো ছড়িয়ে মৃদু শব্দে ফাটবে। গোল্ডরাস নামে একটি বাজি এসেছে। যেটি সশব্দে ফাটার পর চার থেকে পাঁচটি চরকি বের হবে। যেগুলি রঙিন আলো ছড়িয়ে ঘুরবে। বাজি বাজারের আরও এক ব্যবসায়ী ছোটন সাহা বলেন, এবার এসেছে ওয়াটার ফলস পেন্সিল নামে নতুন ধরনের বাজি। যেটি ফুলঝুড়ির মতোই পুড়বে। এটির ফুলকি গায়ে কোনওভাবে পড়লেও ক্ষতি হবে না। বিক্রেতাদের দাবি, সবগুলোর দাম ১৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। রকমারি এসব বাজি ছোট থেকে বড়-সব বয়সের ক্রেতাদেরই পছন্দ।--নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)