• হিন্দু-বৌদ্ধ সংস্কৃতির ছাপ মেটেলি কালীমায়ের মুখে
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, নাগরাকাটা: একসময় পশুবলি দেওয়া হতো। সেই প্রথা বন্ধ করে এখন চালকুমড়োর বলি দেওয়া হয় ডুয়ার্সের কালীপুজোগুলির মধ্যে অন্যতম মেটেলি কালীবাড়ির পুজোয়। এবারে এই  পুজোর ১৫৩ তম বর্ষ। এই পুজোর একটি ইতিহাস আছে। যার পুরো রহস্য এখনও উন্মোচন হয়নি। মেটেলি কালীমায়ের মূর্তি কষ্টিপাথরের। মূর্তিতে হিন্দু-বৌদ্ধ সংস্কৃতির ছাপ ধরা পড়ে। মায়ের মুখ এখানে ভুটানি রমণীর আদলে। এবারের পুজোয় প্লাস্টিক বর্জন সহ মাদকজাত দ্রব্য বিসর্জনের বার্তা দেওয়া হচ্ছে। 

    মেটেলি কালীবাড়ির সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল বলেন, এই কালীবাড়ির সঙ্গে মেটেলির জনগণের আবেগ জড়িয়ে আছে। যাবতীয় নিয়মনিষ্ঠা সহ এখানে পুজো হয়। টানা ১৫৩ বছর ধরেই পুজো হয়ে আসছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুটানিরা একসময় মেটেলি কালীবাড়িতে পুজো করতেন। তাঁদের হাত ধরেই পুজো শুরু হয়েছিল। তাই এখানে মা কালীর মুখে ভুটানের নাগরিকদের মুখের ছাপ পাওয়া যায়। এই পুজোর মধ্যে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির মেলবন্ধন খুঁজে পান স্থানীয় বাসিন্দারা। মন্দিরের কিছুটা অংশ ভগ্নপ্রায়। একদিকে নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। ৩২ কাঠা জমির উপরে মন্দির। পুজো কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, পুজোর রাতে মন্দিরে দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)