• চল্লিশ লক্ষের ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াচক: পাচারের আগে ৫১৬ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল বৈষ্ণবনগর থানার পুলিস। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারদর প্রায় ৪০ লক্ষ টাকা বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। ওই বিপুল পরিমাণ ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিসের হাতে ধরা পড়ে সুকুর আলি নামে কালিয়াচকের গোপালনগরের এক বাসিন্দা।

    মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিজামপাড়া স্কুল মাঠের কাছে হানা দেয় বৈষ্ণবনগর থানার সাদা পোশাকের পুলিস। বাইকে চেপে ওই এলাকায় আসতেই  সুকুরকে আটক করতে যায় পুলিস। পুলিসকে দেখে বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সুকুর। তার কাছে একটি প্যাকেট থেকে ওই ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিস। 

    থানার এক আধিকারিক জানান, সুকুর বহুদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত। এর আগেও তাকে ধরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোন‌ওভাবে আঁচ করতে পেরে অন্য রুটে মাদক পাচার করত। এদিন তাকে হাতেনাতে ধরা হয়েছে। 

    বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বুধবার মালদহ জেলা আদালতে তুলে ১০ দিনের হেফাজতে নিয়েছে পুলিস। ধৃত ব্যক্তি ওই মাদক কোথায় নিয়ে যাচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই পাচারের সঙ্গে আর কারা জড়িত, জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)