• প্রাথমিক স্কুলের সিঁড়ি ও বারান্দায় রক্ত, আতঙ্ক গ্রামে
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: স্কুলের সিঁড়ি ও বারান্দায় টাটকা রক্ত। বুধবার সকালে স্কুল চত্বরে গ্রামবাসীরা এই রক্ত দেখতে পান। ঘটনায় শোরগোল পড়ে যায় হরিশ্চন্দ্রপুরের পাড়ো গ্রামে। এত রক্ত কোথা থেকে এল? তা নিয়ে ধন্দে পুলিস থেকে স্থানীয় বাসিন্দারা। পাড়ো প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৬০ মিটার জুড়ে স্কুলের সিঁড়ি থেকে একতলার বারান্দা পর্যন্ত রক্ত দেখতে পান স্থানীয়রা।

    খবর পেয়ে স্কুলে আসে পুলিস। এই রক্ত মানুষের নাকি অন্য প্রাণীর, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, স্থানীয় গ্রামীণ পুলিস ঘটনাস্থলে গিয়েছিল। অনুমান করা হচ্ছে, এই  রক্ত কোনও পশুর। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

    স্থানীয় বাসিন্দা মানসার আলম বলেন, এদিন সকালে স্কুলের সিঁড়িতে রক্ত নজরে আসে। তারপরই দেখা যায় একতলার বারান্দা পর্যন্ত রক্তের দাগ। আমি স্থানীয় গ্ৰামীণ পুলিসকে ফোন করে বিষয়টি জানাই। পুলিস এসে রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। তবে কীসের রক্ত, কেউ ঠিক করে বলতে পারছেন না। স্কুল চত্বরে লাইটের পাশাপাশি পুলিসের নজরদারি বাড়ানোর দাবি করছেন স্থানীয়রা। 

    -প্রতীকী চিত্র। 
  • Link to this news (বর্তমান)