• ৪৪ ফুটের কালী প্রতিমায় পুজো বুলবুলচণ্ডী বাজারের মন্দিরে
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • মৃত্যুঞ্জয় কর্মকার, হবিবপুর: আজ, বৃহস্পতিবার ৪৪ ফুটের কালী প্রতিমা দেখতে ভিড় উপচে পড়বে হবিবপুরে। কালীপুজোয় আলাদা নজর কাড়ে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী বাজার সর্বজনীন কালী মন্দিরের এই প্রতিমা। পুজোকে কেন্দ্র করে মন্দিরের পাশে ডোবাপাড়া মাঠে প্রায় ১৩ দিন ধরে চলে মেলা। পুজোর পাশাপাশি বিসর্জনেও হাজার হাজার মানুষ ভিড় জমান।

    পুজো কমিটির সম্পাদক পীযূষ মণ্ডল জানান, এবছর তাঁদের পুজো ৭৬ তম বর্ষে। এবার ডোকরা শিল্পের মাধ্যমে সেজে উঠেছে পুজো মণ্ডপ। থাকছে চন্দননগরের আলোকসজ্জা। বাজেট প্রায় ২৩ লক্ষ টাকা। ১৩ দিন ধরে চলবে মেলা। প্রত্যেকদিনই মাকে অন্নভোগ দেওয়া হয়। 

    পুজো উদ্যোক্তারা জানান, এলাকার পাঁচজন প্রথম এই পুজো শুরু করেন। ১৯৭০ সালে পুজোর দায়িত্ব নেয় বুলবুলচণ্ডী বাজার কমিটি। 

    কমিটির সভাপতি প্রশান্ত রায় বলেন, আগে প্রতিবছর প্রতিমার উচ্চতা বাড়ানো হতো। একসময় ৫৩ ফুটে পৌঁছে গিয়েছিল প্রতিমার উচ্চতা। সেবছর প্রতিমার বিসর্জন দিতে সমস্যা হয়। প্রতিমার জিভ লেগে বিদ্যুতের কয়েকটি খুঁটি পড়ে যায়। তারপর থেকে প্রতিমার উচ্চতা কিছুটা কমিয়ে এখন ৪৪ ফুট করা হয়। 

    পুজো কমিটির সভাপতি বলেন, পুজোর বিশেষ আকর্ষণ প্রতিমা বিসর্জন। প্রতিমার কাঠামোর তলায় বাঁশ রেখে গড়িয়ে গড়িয়ে রথের মতো করে টেনে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। নিরঞ্জন হয় মন্দিরের পাশে পুকুরে।

    (পুজো উদ্যোক্তারা। নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)