• ফালাকাটায় স্টলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কৃষকবাজারে
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ফালাকাটা: ফালাকাটা কৃষকবাজারে স্টল ভাড়া বছরে ১০ শতাংশ বৃদ্ধি করায় আরএমসি-র বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ফালাকাটা কৃষকবাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতি। বুধবার বিকেলে ব্যবসায়ীরা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করেন। এতে কিছু সময়ের জন্য কৃষকবাজারে বেচাকেনা ব্যাহত হয়। 

    ফালাকাটা কৃষকবাজারের ১২৮টি স্টল কাঁচা মাল ব্যবসায়ী সমিতি সদস্যরা ব্যবহার করছেন। এখন প্রতি মাসে ১৬৮০ টাকা দরে স্টল ভাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে নতুন বছরের সেই ভাড়া বার্ষিক ১০শতাংশ বৃদ্ধি হয়েছে বলে ব্যবসায়ীরা জানতে পারছেন। কোনও আলোচনা না করেই ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে অভিযোগ। ফলে এদিন বাধ্য হয়ে বিক্ষোভে শামিল হন ব্যবসায়ীরা। 

    কৃষক বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির ব্যবসায়ী অমর সরকার, অভিজিৎ সাহা, দেবাশিস কর বলেন, আরএমসি আমাদের সঙ্গে প্রতারণা করছে। প্রতি বছর ১০শতাংশ ভাড়া বৃদ্ধি করা হলে একদিন সেই ভাড়া ১লাখ টাকা গিয়ে ঠেকবে। দরকার হলে আমরা বৃহত্তর আন্দোলন করব।

    ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক হিড়ম্বকুমার সাহা বলেন, আমরা আগে প্রতি মাসে ১৬৮০ টাকা  করে ভাড়া দিতাম। এখন নতুন ভাড়া দলিল আনতে গিয়ে জানতে পারছি, ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রতি মাসে ১৯২০ টাকা। যা বার্ষিক ১০ শতাংশ বৃদ্ধি পেল। হাটখোলা থেকে কৃষক বাজারে আসার সময় ব্যবসায়ীদের সঙ্গে আরএমসি-র কোনও আলোচনা হয়নি। তবে এখন আরএমসি খুশি মতো ভাড়া বৃদ্ধি করছে। যার প্রতিবাদ জানালাম। 

    এবিষয়ে আরএমসি ফালাকাটা কৃষক বাজারের সম্পাদক উত্তম ভৌমিক বলেন, সরকারি নির্দেশ মেনে ভাড়া বৃদ্ধি হয়েছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে  কথা বলব।
  • Link to this news (বর্তমান)