• ইস্টার্ন বাইপাসে কিশোরকে ধাক্কা ট্যাঙ্কারের, উত্তেজনা
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: বাবাকে দুপুরের খাবার দিতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হল এক কিশোর। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি শহরের কাছে ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগরে। 

    অন্যদিনের মতো এদিনও দুপুরে ১২ বছরের সুরোজ দাস গ্যারেজে কর্মরত বাবাকে দুপুরের খাবার দিতে বাড়ি থেকে বেরিয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সুরোজ রাস্তা পার হওয়ার সময় একটি তেলের ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে সুরোজকে। রাস্তায় ছিটকে পড়ে ছেলেটি। স্থানীয়রাই গুরুতর জখম অবস্থায় সুরোজকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনজেপি থানার পুলিস। তেলের ট্যাঙ্কারটি আটক করে পুলিস থানায় নিয়ে যায়। যদিও চালক ঘটনার পরপরই গা ঢাকা দেয়। 

    সুরোজের বাবা লক্ষণ দাস বলেন, প্রতিদিনের মতো এদিনও দুপুরে বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে আসছিল ছেলে। সময় পেরিয়ে গেলেও ছেলে না আসায় চিন্তা করছিলাম। পরে রাস্তায় এসে দেখি জটলা। এগিয়ে গিয়ে দেখি ক্ষতবিক্ষত অবস্থায় ছেলে পড়ে রয়েছে। স্থানীয়রাই ট্যাঙ্কারটি আটক করে। 

    স্থানীয় বাসিন্দারা বলেন, জনবসতি এলাকা লাগোয়া এই গুরুত্বপূর্ণ রাস্তায় দিনরাত তেলের ট্যাঙ্কার, ডাম্পার বেপরোয়াভাবে চলাচল করে। গতি নিয়ন্ত্রণ না করা হলে এরকম দুর্ঘটনা ঘটতেই থাকবে। পুলিস জানিয়েছে, ট্যাঙ্কারটি আটক করা হয়েছে। চালকের খোঁজ চলছে। জখম কিশোরের চিকিৎসা চলছে উত্তরবঙ্গ মেডিক্যালে।  
  • Link to this news (বর্তমান)