• উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সব কাজ দ্রুত শেষ করার নির্দেশ উদয়নের
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিটি কাজ যাতে দ্রুততার সঙ্গে হয়, সেদিকে নজর দিয়ে মঙ্গলবার বৈঠক করলেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন কোচবিহারে দপ্তরের অফিসে ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বৈঠক হয়। জানা গিয়েছে, কোচবিহারে ১০০ কোটি টাকার কাজের ওয়ার্ক অর্ডার আগেই হয়েছে। পাশাপাশি আরও ২৮০ কোটি টাকার কাজের টেন্ডার প্রক্রিয়া চলছে। এই সমস্ত কাজও আগামী দিনে যাতে সঠিকভাবে হয়, সেই বিষয়েও আলোচনা হয়েছে। কোনওরকম দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। 

    উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, যেসব কাজ শুরু হয়েছে, যেগুলির ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে সেগুলি যাতে সঠিকভাবে শেষ হয় তার উপরে জোর দেওয়া হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় থাকা কাজ যাতে দ্রুত ওয়ার্ক অর্ডার করা হয় তার কথাও বলা হয়েছে। কেউ কেউ দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। কেউ যাতে আঙুল তুলতে না পারে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
  • Link to this news (বর্তমান)