• যোগ্য প্রাপকরা সকলেই পাকাবাড়ি তৈরির টাকা পাবেন, আশ্বাস নবান্নের
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে রাজ্যের মানুষ বাড়ি তৈরির সহায়তা পেলে তার মধ্যে দিল্লির দেওয়া কথা ছিল ৬০ শতাংশ টাকা। বাকি ৪০ শতাংশ দিত রাজ্য। কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায়, এক একজনকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই। ডিসেম্বরে সেই টাকা দেওয়ার আগে তালিকায় নাম থাকা সম্ভাব্য উপভোক্তাদের বর্তমান পরিস্থিতি সমীক্ষার মাধ্যমে যাচাই করে নিচ্ছে রাজ্য সরকার। তবে এনিয়ে অকারণে বিচলিত হওয়ার প্রয়োজন নেই বলেই এদিন পরিষ্কার করে দেওয়া হয়েছে নবান্নের শীর্ষ মহলের তরফে। রাজ্য সরকারের সাফ বার্তা, যোগ্য উপভোক্তারা কোনোভাবেই বাড়ি তৈরির টাকা থেকে বঞ্চিত হবেন না। 

    বুধবার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, বিডিওদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, পঞ্চায়েত সচিব পি উলগানাথান। বৈঠকে জেলা প্রশাসনকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বাংলার বাড়ি নিয়ে মানুষের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি না-হয়। যাঁদের নাম প্রাথমিকভাবে বাদ পড়েছে, তাঁদের কাছে গিয়ে জেলার পদস্থ আধিকারিকরা পুনরায় যাচাই প্রক্রিয়া চালাবেন। মনে রাখতে হবে, এই টাকা দেবে রাজ্য। ফলে কোনোভাবেই যেন মানুষের মধ্যে বঞ্চিত হওয়ার মনোভাব তৈরি না-হয়।

    বিকেলে নবান্নে যৌথ সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত সচিব। আলাপনবাবু জানিয়েছেন, এই সমীক্ষা নিয়ে কেউ যেন অকারণে বিচলিত না হন। তালিকাভুক্ত উপযুক্ত সকল প্রাপকই পাকাবাড়ি তৈরির সহায়তা পর্যায়ক্রমেই পাবেন। কারও অহেতুক উদ্বেগের কারণ নেই।
  • Link to this news (বর্তমান)