পশুর রোগ নির্ণয়: রাজ্যের প্রথম সরকারি ল্যাবরেটরি কল্যাণীতে
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর বুদ্ধ পার্কে পশুর শরীরের নমুনা পরীক্ষার ল্যাবরেটরির উদ্বোধন হল বুধবার। সরকারিভাবে এমন উদ্যোগ রাজ্যে এই প্রথম। ‘সেন্টার ফর ল্যাবরেটরি অ্যানিমেল রিসার্চ অ্যান্ড ট্রেনিং’ নামে এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। পশুদের রোগ নির্ণয়ের জন্য কেন্দ্রটি খুবই কার্যকরী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুলভ মূল্যে মিলবে নমুনা পরীক্ষার সুযোগ। তার জন্য আনা হয়েছে অত্যাধুনিক যন্ত্রপাতি। এ সংক্রান্ত একটি ওয়েবসাইটেরও এদিন উদ্বোধন হয়। এতদিন পশুদের রোগ পরীক্ষার জন্য বেসরকারি ল্যাবরেটরির উপর নির্ভর করতে হতো মানুষকে। সেক্ষেত্রে পকেট তেকে গচ্চা যেত ভালোই। জানা গিয়েছে, এই সেন্টারে সরাসরি অথবা বিভিন্ন পশু চিকিৎসালয় থেকে নমুনা আসবে। নমুনার নির্দিষ্ট পরীক্ষার পর রিপোর্ট ওয়েবসাইটে আপলোড করা হবে। পরবর্তীকালে সরকার অনুমোদিত বিভিন্ন এজেন্টের মাধ্যমে নমুনা সংগ্রহ শুরু হবে। এছাড়া, বিভিন্ন গবেষণার কাজে ব্যবহৃত খরগোশ, নানা প্রজাতির ইঁদুর, গিনিপিগ, জেব্রা ফিশের মতো প্রাণী এখান থেকে সরবরাহ করা হবে। গবেষণারত পড়ুয়ারা এখানকার ল্যাবরেটরিতে প্রাণীর প্রজনন ও বিভিন্ন রোগের গবেষণা বিষয়ক প্রশিক্ষণও নিতে পারেন। বিভিন্ন ওষুধের গুণগত মান পরীক্ষা করা যাবে এখানে। আগামী দিনে শাক-সব্জিতে কীটনাশকের পরিমাণ জানা যাবে এখান থেকে। - নিজস্ব চিত্র