• টানা ১১ দিন ছুটির সুযোগ থাকলেও অনীহা কর্মীদের,  মাঝে দু’দিন নিতে হবে ‘লিভ’
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝে মাত্র দু’দিন ছুটি নিতে পারলেই মিলবে টানা ১১ দিনের ছুটি। অন্য সময় এই সুযোগ হাতছাড়া করতে চাইতেন না সরকারি কর্মচারীরা। কিন্তু এবার? কেউই এই লম্বা ছুটির সুযোগ নিতে চাইছেন না। ৫ এবং ৬ নভেম্বর আনর্ড লিভ বা ইএল নিতে পারলেই আজ ৩১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত টানা ১১ দিন ছুটি মিলত। জানা গিয়েছে, ওই দু’দিন ছুটির জন্য আবেদনই জমা পড়েনি তেমন।

    আজ, ৩১ অক্টোবর বৃহস্পতিবার কালীপুজোর ছুটি। শুক্রবার কালীপুজোর জন্য অতিরিক্ত ছুটি। পরের দু’দিন শনি ও রবিবার। রবিবার আবার ভাইফোঁটা, সেকারণে সোমবার ৪ নভেম্বর অতিরিক্ত ছুটি দিয়েছে রাজ্য সরকার। ৫ এবং ৬ নভেম্বর খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত অফিস। ৭ তারিখ ছটপুজোর ছুটি। পরের দিন অর্থাৎ ৮ নভেম্বর ছটপুজোর জন্য বাড়তি ছুটি। ৯ এবং ১০ তারিখ শনি ও রবিবার হওয়ায় টানা চারদিন ফের ছুটির সুযোগ। সরকারি অফিস পুরোদমে খুলবে সেই ১১ নভেম্বর, সোমবার। অনেকেই বলছেন, মাঝে ওই দু’দিন ‘লিভ’ নিতে পারলে লম্বা ছুটিতে বিদেশেও ঘুরে আসা সম্ভব। 

    কিন্তু, ওই দু’দিন ছুটি নেওয়ার ক্ষেত্রে অনীহা সরকারি কর্মীদের মধ্যে। নবান্ন সূত্রেই এই খবর জানা গিয়েছে। কিন্তু কেন? কয়েকজন আধিকারিকদের কথায়, দুর্গাপুজোয় রাজ্য সরকারি কর্মীরা টানা ১৬ দিন ছুটি পেয়েছেন। অনেকেই সেই ছুটিতে বাইরে ঘুরে এসেছেন। ভাইফোঁটার সময় তাঁরা সচরাচর নিজের বাড়ি ছেড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন না। তাছাড়া, শুধু ছুটি মিললেই তো হল না, ঘুরতে গেলে ভালো খরচ হয়। দুর্গাপুজোর সময় প্রায় প্রত্যেকেরই কমবেশি খরচ হয়েছে। তারপর আবার নতুন করে ঘুরতে যাওয়ার আর্থিক ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই। ফলে ৫ এবং ৬ নভেম্বর সরকারি কর্মীরা ভালো সংখ্যায় অফিসে আসবেন বলে ধরে নেওয়া যাচ্ছে।
  • Link to this news (বর্তমান)