নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোর পর কালীপুজোতেও বৃষ্টির ভ্রূকুটি পিছু ছাড়ছে না শহর কলকাতার। আজ, বৃহস্পতিবার শহরে ফের বৃষ্টির পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। তবে আশার বিষয় হল ঝমঝমিয়ে বা মুষলধারে নয়, বিক্ষিপ্ত ভাবে এদিন বৃষ্টিপাত হতে পারে শহরের কোনও কোনও অংশে। ফলে কালীপুজোর প্ল্যান ভেস্তে যাওয়ার সম্ভাবনা যে নেই, তা কার্যত স্পষ্ট।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মোতাবেক, সকালের দিকে শহরে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই, তবে আংশিক ভাবে মেঘলা থাকতে পারে আকাশ। কিন্তু বিকেলের দিকে কলকাতার কোনও কোনও অংশে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে তা দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে। কলকাতা ছাড়াও যে যে জেলাগুলোয় বৃষ্টিপাত হতে পারে সেই তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়া ও দুই মেদিনীপুরও। তবে চসতি সপ্তাহেই রাজ্যে আবহাওয়া পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। শীঘ্রই প্রবেশ করবে উত্তুরে বাতাস। যার ফলে নামবে পারা, শীত ঋতুতে প্রবেশ করবে বাংলা।
অন্যদিকে, আজ বৃহস্পতিবার কলকাতায় দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২.১ ডিগ্রি ও ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে ০০১.২ মিমি।