• ৪৭-এ পা দিল মমতার বাড়ির কালীপুজো! দিদি লিখলেন,' আমার মা এই পুজো…'
    হিন্দুস্তান টাইমস | ৩১ অক্টোবর ২০২৪
  • প্রতি বছরের মতো চলতি বছরেও ধুমধাম সহকারে কালীপুজো আয়োজিত হতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। প্রতি বছরই নিষ্ঠা ভরে এই পুজো নিজে বসে থেকে তদারকি করেন দিদি। এবারেও সেই ছবির অপেক্ষায় রাজ্য। আজ দীপান্বিতা কালীপুজোর তিথির আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী প্রতিমার ছবি প্রকাশ্যে এল।

    কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন মমতা নিজে। সেখানে তিনি জানান, চলতি বছরে তাঁর বাড়ির পুজো ৪৭ বছরে পা দিচ্ছে। পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, তাঁর মায়ের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। সেই ঘটনার কথা লিখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,' আমার বাড়ির ব্রহ্মময়ীর চরণে শতকোটি প্রণাম জানাই। মায়ের স্নেহাশিসে মা-মাটি-মানুষের কল্যাণ হোক - এই প্রার্থনা আমার। ১৯৭৮ সালে প্রথম আমার মা এই পুজো শুরু করেন। এই বছর তা ৪৭ বছরে পা দিল।' তিনি লেখেন,' আমি যেন আজীবন এইভাবেই মায়ের সেবা করতে পারি - মায়ের চরণে এই কামনা আমার।' তারই সঙ্গে সকলকে কালীপুজোর শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,' সকলকে জানাই দীপাবলি এবং কালীপুজোর আগাম আন্তরিক শুভনন্দন।'

    প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে ধুমধাম সহকারে পুজো আয়োজিত হয়। সেই পুজোয় নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে প্রশাসনিক আমলারাও থাকেন উপস্থিত। দেখা যায় বহু সেলেব থেকে তারকা খেলোয়াড়কে। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো দেখতে কালীঘাটে ভিড় জমান বহু মানুষ। এই দিনে নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন মমতা। তাঁদের সঙ্গে গল্প করে কিম্বা গানের সুরে সন্ধ্যা থেকেই সময় কাটাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। জানা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর মায়ের ভোগে থাকে খিচুড়ি। সঙ্গে থাকে লাবড়া। এছাড়াও বেগুন ভাজা সহ ৫ রকমের ভাজা থাকে মায়ের পুজোর ভোগের পদে। সঙ্গে থাকে চাটনি ও পায়েস। বাড়ির কালীপুজোয় গোটা আয়োজন নিজে দাঁড়িয়ে থেকে তাদরকি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    কালীপুজোর আগের রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল ঘোষও। তিনি লেখেন, ‘ জয় মা, মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর প্রতিমা।’ আজ দীপান্বিতা অমাবস্যায় এই পুজো আয়োজিত হতে চলেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)