গত মার্চে কলকাতা পুলিশের জন্য ৭৭৩ জন মহিলা-সহ মোট ২২০০ জন কনস্টেবল নিয়োগ করা হয়। তাঁদের মধ্যে ৩৫০ জন মহিলা কনস্টেবলের প্রশিক্ষণ হয়েছে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে। বাকিদের প্রশিক্ষণ হয়েছে হাওড়ার ডোমজুড়ে, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে। ছ’মাসের প্রশিক্ষণ পর্ব শেষ করে তাঁরা গত সপ্তাহে কাজে যোগ দেন।
এ দিকে, মহিলা পুলিশকর্মীদের থানায় পোস্টিং দেওয়া হলেও তাঁদের থাকার জায়গা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। কিছু দিন আগেই লালবাজারের তরফে থানাগুলিতে মহিলাদের ব্যারাক রয়েছে কিনা, খোঁজ নেওয়া হয়েছিল। অভিযোগ, জায়গার অভাবে সব থানায় মহিলা ব্যারাক তৈরি হয়নি। এমনকি, রিজার্ভ ফোর্সে যাঁদের পোস্টিং দেওয়া হয়েছে, মহিলা ব্যারাক না থাকায় তাঁদেরও থাকার জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, আপাতত অতিথিশালা বা বাড়ি ভাড়া করে মহিলা কনস্টেবলদের থাকার ব্যবস্থা করেছে কয়েকটি থানা। লালবাজারের তরফে জানানো হয়েছে, মহিলা পুলিশকর্মীদের থাকার জায়গার অভাব দ্রুত মেটানোর চেষ্টা চলছে।