দীপাবলির দিন শহরে খুন এলআইসি এজেন্ট, জোড়াবাগানে চাঞ্চল্য
বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীপাবলির দিন শহরে খুনের ঘটনা। জোড়াবাগান থানা এলাকার সেন লেন থেকে উদ্ধার হল এক এলআইসি এজেন্টের মৃতদেহ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিস সূত্রে খবর, মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (৫২)। জানা গিয়েছে, জোড়াবাগানের পাঁচতলা বাড়িতে দিদির সঙ্গে থাকতেন তিনি। প্রতিদিনের মতোই আজ, বৃহস্পতিবার সকালেও ভাইকে চা দিতে যান তাঁর দিদি। কিন্তু দেখা যায় দরজা ধাক্কা। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর ঘরের পিছনের দরজা খুলে ঢুকতেই দেখা যায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অভিজিৎবাবুর নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জোড়াবাগান থানায়। খবর পেয়েই অকুস্থলে যায় পুলিস। আসেন কলকাতা পুলিসের হোমিসাইড বিভাগের আধিকারিকরাও। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুনই করা হয়েছে তাঁকে। মৃতের মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্নও রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জোড়াবাগান থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। খুনের কারণ এবং ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। আততায়ী কী ভাবে ঘরে ঢুকল তা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনায় আপাতত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিস।