• দত্তপুকুরের তেল কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩
    বর্তমান | ৩১ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের তেল কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। গতকাল, বুধবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিশ্বনাথ বসু নামে এক কর্মীর। দুর্ঘটনার পরই আশঙ্কাজনক অবস্থায় জয়দেব কর্মকার, শের আলি এবং কুলদীপ সিংকে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বার্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছিল। কিন্তু কুলদীপের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অন্যদিকে, বারাসত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ মৃত্যু হয় জয়দেব কর্মকারের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মৃত্যু হয়েছে শের আলিরও। অগ্নিকাণ্ডে ওই দুই শ্রমিকের শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে গিয়েছিল। এর ফলে দত্তপুকুরের তেল কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩।
  • Link to this news (বর্তমান)