• কাটোয়ার ক্ষ্যাপা কালী সেজেছেন সাড়ে ৪ কেজি সোনায়, মণ্ডপে ভক্তের ঢল
    ২৪ ঘন্টা | ৩১ অক্টোবর ২০২৪
  • সন্দীপ ঘোষ চৌধুরী: প্রথা ও রীতি মেনে কাটোয়ার ঐতিহ্যবাহী ক্ষ্যাপা কালীর পুজো সকাল থেকেই শুরু হয়েছে । দূরদুরান্ত থেকে ভক্তরা দেবীর মন্দিরে এসে পুজো দেন। কাটোয়ার ক্ষ্যাপা কালীর মন্দিরের ভক্তদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিস মোতায়েন করা হয়েছে।

    প্রায় আড়াইশো বছরের প্রাচীন এই কালী মূলত ৬ দশক আগে এক ক্ষ্যাপা সাধকের সাধনায় প্রচার লাভ পেতে শুরু করে। কাটোয়ার গৌরাঙ্গপাড়ায় চৈতন্যের দীক্ষাভূমির খুব কাছে দেবী ক্ষ্যাপাকালীকে ঘিরে শাক্তভক্তদের সমাগম দিনে দিনে বাড়তে শুরু করে।

    ভক্তদের বিশ্বাস, দেবী ভক্তদের সমস্ত রকম মনস্কামনা পূর্ণ করে থাকেন। ভিন জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য থেকে ভক্তদের ভিড় হয়। প্রায় বাইশ ফুট উচ্চতার ক্ষ্যাপাকালীর প্রতিমাকে সাড়ে চার কেজি সোনা ও পাঁচ কেজি রূপোর অলঙ্কার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। দেবীর বিশেষ আকর্ষণ সোনার মুকুট ও হার।

    মন্দিরে থাকে কড়া পুলিসি নিরাপত্তা। ভক্তরা যাতে নিয়ম বিধি মেনে পুজো দেন সে ব্যাপারে বার বার মাইকে প্রচার চলছে। কাটোয়ার গৃহদেবতা হিসেবে ক্ষ্যাপা কালী পুজো পেয়ে থাকেন।

  • Link to this news (২৪ ঘন্টা)