কয়েক দিন আগেই এক নাবালিকাকে ধর্ষণ ও খুন ঘটনায় তোলপাড়া হয় জয়নগর। তার পর এই ঘটনা। কুলতলির নির্যাতিতার পরিবারের দাবি, মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে পাড়ায় ঘোরাঘুরি করতেন ওই মহিলা। সেই সুযোগেই প্রতিবেশী যুবক বাদল তাকে একটি পোড়ো বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই মহিলার খোঁজ শুরু হলে বিষয়টি জানাজানি হয়। এমনকি ওই দুজনকে একটি ঘরে দেখাও যায়। বিষয়টি জানানো হয় প্রতিবেশীদের।
এদিকে, ওই ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রহ্লাদ নস্করের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, কেন ওই বিষয়টি নিয়ে হইচই করা হল তা নিয়ে প্রশ্ন তোলেন প্রহ্লাদ। হুমকিও দেন। শুধু তাই নয়, ২ লাখ টাকার বিনিময়ে রফা করে নেওয়ার প্রস্তাবও দেন।
অন্যদিকে, নির্যাতিতার পরিবারের ওই অভিযোগ অস্বীকার করেছেন প্রহ্লাদ নস্কর। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেইসময় সেখানে নির্যাতিতার পরিবারের কেউ ছিলেন না। একজনের সঙ্গে মোবাইলে কথা হয়। বিষয়টি দলীয় নেতৃত্বের কাছে জানানো হয়েছে কিনা তা জানতে চান। এর বাইরে পরিবারের লোকজনের সঙ্গে তার অন্য কোনও কথা হয়নি।
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। বুধবার কুলতলি থানায় অভিযোগ করে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। এনিয়ে বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিস। একজনকে গ্রেফতারও করা হয়েছে।