• কালীপুজোর রাতে বন্ধ মন্দির, দিনেরবেলা পুজো পান কষ্টিপাথরের দেবী, কেন জানেন?
    প্রতিদিন | ৩১ অক্টোবর ২০২৪
  • নন্দন দত্ত, সিউড়ি: কালী হলেও আকালী! ফলে পুজোর ক্ষেত্রে নিয়ম নাস্তি। যেখানে অমাবস্যার রাতে কালীপুজো হয় সেখানে আকালীপুরে পুজো হল দিনের বেলা। ছাগ বলি হল। সব কিছুই দিনের বেলা। সন্ধে হওয়ার আগেই। কিন্তু কেন?

    স্থানীয়দের বিশ্বাস, রাতে মা নৈশলীলা করেন। তাই চারিদিক নিঝুম অন্ধকার রাখা হয়।
  • Link to this news (প্রতিদিন)