কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বধূর আপত্তিকর ছবি ভাইরাল করার অভিযোগ, গ্রেফতার যুবক
হিন্দুস্তান টাইমস | ৩১ অক্টোবর ২০২৪
সোশ্যাল মিডিয়ায় তরুণী বধূ ও তাঁর শ্বশুরবাড়ির মহিলা সদস্যদের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ায় গ্রেফতার যুবক। ঘটনা জলপাইগুড়ির ময়নাগুড়ির বউলবাড়ি এলাকার। তাপস সরকার নামে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
বধূর মা জানান, আমার মেয়েকে সেই স্কুলে পড়ার সময় থেকে উত্যক্ত করত তাপস। কুপ্রস্তাব দিতে থাকে সে। কোনও ভাবেই ওকে নিরস্ত করতে পারিনি। মেয়ের ভালো ভেবে ২০২২ সালে ওর ১৮ বছর বয়স হতেই অন্যত্র বিয়ে দিই। এর পর তাপস কম্পিউটারে আমার মেয়ের আপত্তিকর ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে শুরু করে। এর যেরে আমার মেয়ের শ্বশুরবাড়িতে তুমুল অশান্তি শুরু হয়। বাধ্য হয়ে মেয়ে আমাদের কাছে চলে আসে। তার পর আর তাঁকে শ্বশুরবাড়িতে মেনে নেওয়া হয়নি।
তিনি বলেন, সম্প্রতি মাস ছয়েক আগে মেয়ের আবার বিয়ে দিই। এবারও একই কাজ শুরু করে তাপস। সোশ্যাল মিডিয়ায় মেয়ের আপত্তিকর ছবি প্রকাশ করতে শুরু করে। লজ্জায় অপমানে আমার মেয়ে আত্মঘাতী হতে গিয়েছিল। অবশেষে ময়নাগুড়ি থানায় অভিযোগ করি। পুলিশ ওকে ধরেছে। ওর শাস্তি চাই।
বধূর স্বামী জানিয়েছেন, শুধু আমার স্ত্রীর নয়, আমার অবিবাহিত বোনসহ পরিবারের অন্যান্য মহিলা সদস্যদেরও আপত্তিকর ছবির সঙ্গে আশালীন মন্তব্য লিখে পোস্ট করেছে তাপস।
ময়নাগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। সে কী ভাবে এই ছবি বানালো তা খতিয়ে দেখা হচ্ছে।