এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বর্ধমান শহরের এক কোচিং সেন্টারের শিক্ষককে গ্ৰেফতার করল বর্ধমান মহিলা থানার পুলিশ! ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনা বর্ধমানের পাড়াপুকুর এলাকার।
জানা গেছে, পাড়াপুকুর একটি কোচিং সেন্টারে ওই বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা পড়তে আসে। গ্ৰেট ওয়ে ফিউচার নামে সেই কোচিং সেন্টারের শিক্ষক সুব্রত দত্তের বিরুদ্ধে অভিযোগ, কোচিং সেন্টারের এক ছাত্রী ক্লাস ইলেভেনের পড়ুয়ার শ্লীলতাহানি করেন তিনি। অভিযোগ দায়ের হয় বর্ধমান মহিলা থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বর্ধমান মহিলা থানার পুলিশ গ্রেফতার করে ওই শিক্ষক সুব্রত দত্তকে।
বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে পাঠানো হয় ধৃত শিক্ষককে। জানা গেছে, ধৃত শিক্ষক সুব্রত দত্তের বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া থানা এলাকায়। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটে। সেই সময় কোচিং সেন্টারে অষ্টম শ্রেণির ক্লাস চলছিলো। সেই ক্লাস চলাকালীন ওই ছাত্রীর পরিবারের লোকজন এসে ওই শিক্ষককে মারধর করে তারপর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় মহিলা থানার পুলিশ এসে গতকালকের বুধবার ওই শিক্ষককে থানায় নিয়ে আসে পুলিশ।এরপরেই বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।
শহরের বুকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ সত্যি হলে ওই শিক্ষকের কড়া শাস্তি দাবি করেছে তারা। ঘটনার সত্যতা জানতে কোচিং সেন্টারের কয়েকজন পড়ুয়াকে জেরা করছেন তদন্তকারীরা।