• সালিশি সভায় বাধা দেওয়ায় আক্রান্ত, হাত কাটল পুলিশ কর্মীর, ১০০ জনের নামে মামলা
    হিন্দুস্তান টাইমস | ৩১ অক্টোবর ২০২৪
  • ফের খবরে সালিশি সভা। আর এবার আক্রান্ত হল পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সালিশি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু, সেই সভায় বাধা দিতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। এই ঘটনায় পুলিশ ১০০ জনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এছাড়াও, গ্রেফতার করেছে তিন জনকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মালদার কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ধরপাকড় শুরু করতেই গ্রাম থেকে পালিয়েছে অনেকেই। কার্যত পুরুষশূন্য রয়েছে গ্রামটি।

    জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রামের বিবাহিত মহিলাকে এক যুবকের সঙ্গে আম বাগানে ঘুরতে দেখা যায়। তা দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। এরপর তারা দুজনকে ধরে নিয়ে যান। দুই সন্তানের মা হওয়া সত্ত্বেও মহিলা যুবকের সঙ্গে নির্জন আম বাগানে কী করছিলেন? সেই প্রশ্ন তুলে বেশ কয়জন গ্রামবাসী তাদের উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। শুধু তাই নয়, তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপর ঠিক হয় সালিশি সভার মাধ্যমে এর বিচার করা হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তখন পুলিশ গিয়ে আক্রান্ত মহিলা ও যুবককে উদ্ধার করে। একইসঙ্গে পুলিশের তরফে গ্রামবাসীদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই সালিশি সভা করতে দেওয়া হবে না। কারণ সালিশি সভা বেআইনি।

    এরপরে পুলিশকে ঘিরে বিক্ষোভ করেন গ্রামবাসীরা। তারা যুবক যুবতীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশের গাড়ি আটকান গ্রামবাসীরা। একসময় তারা লাঠি, হাঁসুয়া, বাঁশ, ইট নিয়ে পুলিশের উপর চড়াও হন। জানা গিয়েছে, হাঁসুয়ার কোপে এক পুলিশ কর্মীর হাত কেটে যায়। এছাড়াও গ্রামবাসীদের ছোড়া ইটে মাথা ফেটেছে বেশ কয়েকজন পুলিশ কর্মীর।

    ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপর খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং কালিয়াচকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় আক্রান্ত পুলিশ কর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরেই ধরপাকড় শুরু করে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। ইতিমধ্যেই পুলিশ ৩০ জনকে চিহ্নিত করেছে। মোট তিন জন এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)