• ঘাটতি মেটাতে প্রশিক্ষণ শেষে মহিলা কনস্টেবলদের পোস্ট করা হবে কলকাতার থানায়
    হিন্দুস্তান টাইমস | ৩১ অক্টোবর ২০২৪
  • কলকাতার থানাগুলিতে মহিলা কনস্টেবলদের ঘাটতি রয়েছে। এই অবস্থায় সদ্য প্রশিক্ষণ শেষ হওয়া সিংহভাগ মহিলা কনস্টেবলকেই থানায় পোস্টিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। প্রতিটি থানায় ৪ থেকে ৫ জন মহিলা কনস্টেবলকে পোস্টিং দেওয়া হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। এরফলে থানাগুলিতে মহিলা কনস্টেবলের ঘাটতি মিটবে বলেই মনে করছে লালবাজার।

    জানা গিয়েছে, গত মার্চ মাসে কলকাতা পুলিশে ৭৭৩ জন মহিলা কনস্টেবলকে নিয়োগ করা হয়েছিল। সেই মহিলা কনস্টেবলদের প্রশিক্ষণ শেষ হয়েছে গত সপ্তাহে। এরপরে তারা কাজে যোগ দিয়েছেন। সেই সমস্ত মহিলা কনস্টেবলদের অধিকাংশকেই থানায় পোস্টিং দেওয়া হবে। এর পাশাপাশি ডিভিশনাল রিজার্ভ অফিস, লালবাজারের হেড কোয়ার্টার্স ফোর্স এবং রিজার্ভ ফোর্সে মহিলা কনস্টেবলদের পোস্টিং দেওয়া হবে। লালবাজার সুত্রের খবর, এর মধ্যে ডিভিশনাল রিজার্ভ অফিসে ১৫ জনকে পোস্টিং দেওয়া হবে। লালবাজারের হেডকোয়ার্টার্স ফোর্সে ১০০ জন এবং রিজার্ভ ফোর্সে ৩০ জনকে পোস্টিং দেওয়া হবে। আর বাকি মহিলা কনস্টেবলদের অর্থাৎ ৬২৮ জন মহিলা কনস্টেবলকে বিভিন্ন থানায় ভাগ করে দেওয়া হবে। সেক্ষেত্রে এক একটি থানায় ৪ থেকে ৫ জন করে মহিলা কনস্টেবল দেওয়া যাবে বলে লালবাজারের এক আধিকারিক জানিয়েছে।

    প্রসঙ্গত, গত মার্চে কলকাতা পুলিশে ২২০০ জন কনস্টেবল নিয়োগ করা হয়েছিল। তার মধ্যে ৭৭৩ জন মহিলা কনস্টেবল। কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে এর মধ্যে ৩৫০ জন মহিলা কনস্টেবলের প্রশিক্ষণ হয়েছে। বাকি মহিলা কনস্টেবলদের প্রশিক্ষণ হয়েছে হাওড়ার ডোমজুড়ে, কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে। ছ’মাস ধরে চলে প্রশিক্ষণ পর্ব। এরপর গত সপ্তাহে প্রশিক্ষণ শেষ হতেই ওই মহিলা কনস্টেবলরা কাজে যোগ দিয়েছেন। 

    এদিকে, বহু থানা এবং রিজার্ভ ফোর্সে মহিলা কনস্টেবলদের থাকার জন্য আলাদা ব্যারাক না থাকায় সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই থানাগুলিতে মহিলাদের ব্যারাক রয়েছে কিনা লালবাজারের তরফে তা খোঁজ নেওয়া হয়েছিল। তবে জানা গিয়েছে, সব থানায় মহিলাদের ব্যারাক নেই। কারণ জায়গার অভাব থাকায় ব্যারাক করা সম্ভব হয়নি। এছাড়া, রিজার্ভ ফোর্সেও মহিলা ব্যারাক না থাকায় থাকার জায়গা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এ সমস্যা সমাধানে বেশ কয়েকটি থানার তরফে অতিথিশালা বা বাড়ি ভাড়া করে মহিলা কনস্টেবলদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তবে মহিলা কনস্টেবলদের থাকার সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)