• চিকিৎসকদের আন্দোলনকে আক্রমণ করতে গিয়ে শুভেন্দুকে শিখণ্ডি করলেন রাজ্যের মন্ত্রী
    হিন্দুস্তান টাইমস | ৩১ অক্টোবর ২০২৪
  • আরজি কর কাণ্ডের পর চিকিৎসকদের নেতৃত্বে রাজ্যজুড়ে গণআন্দোলনকে প্রশ্ন করে গিয়ে এবার শুভেন্দু অধিকারীর মন্তব্যকে হাতিয়ার করতে হল তৃণমূলের। সঙ্গে আন্দোলনে এত টাকা কোথা থেকে আসছে তা নিয়ে ফের প্রশ্ন তোলেন তিনি। এমনকী হাসপাতালে দালালরাজ চালানোর অভিযোগ তোলেন চিকিৎসকদেরই বিরুদ্ধে।

    বুধবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় তৃণমূলের এক বিজয়া সম্মিলনীতে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘কোথা থেকে আসছে এই টাকা? এত টাকা আসছে কোথা থেকে? ডাক্তারবাবুরা এত টাকা পাচ্ছেন কোথা থেকে? বলছেন, আন্দোলন হচ্ছে আন্দোলন। আন্দোলনের নামে আপনারা কী করছেন? শুভেন্দু বলছে পিছন থেকে সিপিএম দখল নিয়েছে। কিসের আন্দোলন?’

    ডাক্তারবাবুদের বিরুদ্ধে সরকারি হাসপাতালে দালালরাজ চালানোর অভিযোগ তুলে তিনি বলেন, ‘একটা হাসপাতালে গেলে চারিদিকে দালাল ঘুরে বেড়াচ্ছে। লাইনে গেলে সিট পাবেন না। বড় বড় ডাক্তারদের দালাল ঘুরে বেড়াচ্ছে। দালাল বাইরে দাঁড়িয়ে বলবে, ৫০০০০ টাকা দিলে কেবিনে ভর্তি হয়ে যাবে। একদম পিজি হাসপাতালের পাশে বাড়ি আমার। ১০০-১৫০ দালাল ঘুরছে। ডাক্তারের কাছে নিয়ে যাবে, টাকা নেবে। হাফ হাফ করবে। ডাক্তারকে বেশি দেবে, নিজেরা কম নেবে। এই তো ডাক্তারদের চরিত্র হয়ে গিয়েছে!’

    পালটা চিকিৎসক মানস গুমটা বলেন, তৃণমূল নেতারা বহু দিন ধরেই এই ধরণের অপমানজনক কথা বলছেন। এই আন্দোলন ডাক্তারদের নয়, আন্দোলন জনগণের। জনগণ এই আন্দোলনে টাকা দিয়েছে। আন্দোলনকারীরা নির্দিষ্ট সময় মতো তার হিসাব দেবেন।

    চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘আগে মমতা বন্দ্যোপাধ্যায় কার কাছ থেকে টাকা নিয়ে টাটাকে রাজ্য থেকে তাড়িয়েছিলেন সেটা বলুন। উনি তো আন্দোলনের নামে যখন একের পর এক চক্রান্ত করছিলেন তখন টাকা তুলেছিলেন। সেই টাকার হিসাব কি তিনি দিয়েছিলেন?’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)