• ৪০টি ঘাটে হবে ছট পুজো, থাকবে কৃত্রিম জলাশয়, আরও কী ব্যবস্থা? বৈঠক পুরসভায়
    হিন্দুস্তান টাইমস | ৩১ অক্টোবর ২০২৪
  • সামনেই ছট পুজো। এই উপলক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুরসভা। ছট পুজোর প্রস্তুতি নিয়ে মেয়র ফিহাদ হাকিম কলকাতা পুরসভার আধিকারিক এবং রাজ্যের বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাতে ঘাটের ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

    এ বছর ছটপুজো হবে আগামী ৭ নভেম্বর এবং চলবে পরের দিন দুপুর পর্যন্ত। তাই বুধবার ছট পুজোর ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে ছিলেন কলকাতা বন্দর, নৌসেনা, দমকল, সিইএসসি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন, পুর সচিব সহ সমস্ত বিভাগের ডিজি, মেয়র পারিষদ সদস্য ও বেশ কয়েক জন বোরো চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এবছর ছট পুজোর ব্যবস্থা করা হবে ৪০টি ঘাটে। সাধারণত ছট পুজো উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়। বিশেষ করে গঙ্গা সংলগ্ন ঘাটগুলিতে প্রচুর সংখ্যক পূর্ণার্থীদের ভিড় হয়। বুধবার কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে আয়োজিত এই বৈঠকে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে কলকাতা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে এবছর বেঙ্গল ল্যাম্পের কাছে ঘাটকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তার বিকল্প ঘাটের ব্যবস্থা করার জন্য পুলিশকে নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। 

    এদিন বৈঠকের পর ফিরহাদ জানিয়েছেন, সমস্ত ঘাটে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যার মধ্যে মহিলাদের জন্য পোশাক বদলের জন্য আলাদা ঘর, প্রত্যেকটি ঘাটে পর্যাপ্ত আলো, ট্র্যাফিক ব্যবস্থা সহ একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানান মেয়র। তিনি জানান, এবছরও রবীন্দ্র সরোবরে ছট পুজো আয়োজন বন্ধ থাকবে। তার বিকল্প হিসাবে কলকাতার বেশ কয়েকটি জায়গায় কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। এছাড়া, নিমতলা ঘাটের এক অংশে গঙ্গায় ভাঙন ধরছে। ফলে সেই অংশকে ব্যারিকেড নিয়ে ঘিরে রাখার জন্য পোর্ট ট্রাস্টকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।

    ছট পুজোকে ঘিরে প্রচুর ভক্ত গঙ্গা সংলগ্ন ঘাটগুলিতে গঙ্গা মায়ের পুজোতে সমাগম  করেন। তাই সেই কথা মাথা রেখে সেই সময়ে চক্ররেল বন্ধ রাখতে বলা হয়েছে বলেও জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর আশ্বাস, প্রত্যেক বছরের মতোই এবছরও পুণ্যার্থীদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করবে কলকাতা পুরসভা। আপৎকালীন পরিস্থিতির জন্য দমকল, অ্যাম্বুলেন্স সহ একাধিক পরিষেবা ছট পুজো উপলক্ষে প্রস্তুত থাকবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)