দীপাবলি উপলক্ষে বৃহস্পতিবার দেশজোড়া প্রতিবাদ কর্মসূচি পালনের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (ডব্লিউবিজেডিএফ)। সংগঠনের তরফে কর্মসূচির পোস্টারে বলা হয়েছে, ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার জন্যই এই নতুন কর্মসূচি। এ বার দীপাবলিতে রঙ্গোলি এঁকে, প্রদীপ জ্বালিয়ে উৎসবের মধ্য দিয়েই প্রতিবাদ জানাবেন তাঁরা। দেশের আপামর মানুষকে বিচারের দাবির উপর আধারিত রঙ্গোলি এঁকে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছে ডব্লিউবিজেডিএফ। এ ছাড়া, বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১৫মিনিট পর্যন্ত ঘরের আলো নিভিয়ে রাখারও ডাক দেওয়া হয়েছে। সে সময়টুকুর জন্য প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদে শামিল হবেন মানুষ, এমনই আবেদন জুনিয়র ডাক্তারদের। এ ছাড়াও, নির্যাতিতার বিচারের দাবিতে দু’মিনিটের জন্য নীরবতা পালনেরও ডাক দিয়েছেন তাঁরা। পাশাপাশি, চলমান আন্দোলনের প্রতীক হিসাবে ফানুস ওড়ানোরও আহ্বান জানানো হয়েছে।
দীপাবলির এই কর্মসূচিতে অংশ নেবেন আরজি করের পড়ুয়ারাও। আরজি করের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের পাশাপাশি আরজি করের পড়ুয়াদের সংগঠনও সাধারণ মানুষকে দেশজোড়া এই কর্মসূচিতে অংশ নেওয়ার আবেদন জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই বিচারের দাবির পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে পথে নামে জুনিয়র ডাক্তারদের একাংশ। সারা রাজ্যের জুনিয়র ডাক্তারদের একটি অংশকে নিয়ে তৈরি হয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (ডব্লিউবিজেডিএফ)। তার পর থেকে গত আড়াই মাসে একাধিক প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে জুনিয়র ডাক্তারদের এই সংগঠন। ১০ দফা দাবিতে ১৭ দিন ধরে ‘আমরণ অনশন’-ও করেছেন জেডিএফ-এর সদস্যেরা। পুজোর মুখে মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’-র আবেদনের প্রতিবাদে সাফ জানিয়ে দিয়েছিলেন, উৎসবে ফিরছেন না তাঁরা। মুখ্যমন্ত্রীর ‘পুজোর কার্নিভাল’-এর পাল্টা ‘দ্রোহের কার্নিভাল’ আয়োজন করা হয়। কিন্তু দীপাবলিতে তাঁদের গলাতেই ভিন্ন সুর। উৎসবের মধ্যে দিয়েই এ বার প্রতিবাদে শামিল হবেন তাঁরা।